দশমীতে কালো শাড়ি পরে প্রতিবাদে মহিলারা। —নিজস্ব চিত্র।
বিজয়া দশমীতে লাল পাড় সাদা শাড়ি পরে সিঁদুর খেলাই দস্তুর। কিন্তু আরজি কর-কাণ্ডের আবহে প্রতিমা বিসর্জনে ভিন্ন দৃশ্য মালদহে। শহরের একটি পুজোয় কালো শাড়ি পরে সিঁদুর খেলে প্রতিবাদ জানালেন মহিলারা। আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুজো মণ্ডপে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানও।
পুজোর আবহেও ভাটা পড়েনি আরজি কর-কাণ্ডের প্রতিবাদে। কলকাতা শহরের গণ্ডি ছাড়িয়ে তা বিভিন্ন জেলার গ্রাম-মফস্সলে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই পুজো কেটেছে এ বছর। বিসর্জনেও তা অব্যাহত। মালদহ শহরের কেজে সান্যাল রোডের গাজোল ট্যাক্সি স্ট্যান্ড দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে রবিবার কালো শাড়ি পরে সিঁদুর খেলে প্রতিবাদ জানালেন মহিলারা। তাঁদেরই এক জন নারায়ণী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা মা দুর্গার পুজো করেছি ঠিকই। কিন্তু এ বারের পুজো শুধুই আনন্দের ছিল না। আমাদের মনের কোণে বিষণ্ণতাও ছিল। পশ্চিমবঙ্গের মেয়েরা আজ অসুরক্ষিত। আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার জন্য বহু মানুষ আজ রাস্তায়। তার পরেও এই অন্যায়-অপরাধ থামেনি। আজ আমরা মা দুর্গাকে সাক্ষী রেখে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি কালো শাড়ি পরে সিঁদুর খেলে। যত দিন না নির্যাতিতারা বিচার পাচ্ছেন, তত দিন এই আন্দোলন চলবে।’’
শিলিগুড়িতেও প্রতিমা বিসর্জনে প্রতিবাদের ছবি দেখা গিয়েছে। মহানন্দার লালমোহন মৌলিক ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে এসে ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান তুলতে দেখা গেল মহিলাদের। গলা মেলালেন পুরুষেরাও। সুলগ্না সরকার নামে এক মহিলার কথায়, ‘‘মায়ের পুজো বন্ধ রাখতে পারিনি। কিন্তু মায়ের কাছে আরাধনা করছি, নারীরা যেন বিচার পায়। পশ্চিমবঙ্গে অসুরদের বিনাশ হোক।’’