অগ্রগামী মহিলা সমিতির প্রতিবাদ। ধর্মতলা চত্বরে। —নিজস্ব চিত্র।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে ধর্ষকের প্রতীকী ফাঁসি দিল ফরওয়ার্ড ব্লকের মহিলা সংগঠন সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি। সংগঠনের নেতা, কর্মীরা শনিবার মিছিল করে ধর্মতলায় এসে পৌঁছন। তার পরে মেট্রো চ্যানেলে ঘটনার প্রতিবাদে একটি পথনাটক পরিবেশন করেন তাঁরা। সেই সঙ্গে, গণ-বিচারসভা বসিয়ে তার ‘রায়’ অনুযায়ী ওই প্রতীকী কর্মসূচি নেওয়া হয়েছিল।
অগ্রগামী মহিলা সমিতির প্রতিবাদ। ধর্মতলা চত্বরে। —নিজস্ব চিত্র।
প্রীতিলতা ওয়াদ্দেদার, লীলা রায়, বীণা দাসের মতো মহীয়সীদের সঙ্গে আর জি করের নির্যাতিতার প্রতীকী ছবির প্ল্যাকার্ড হাতে মিছিলে যোগ দিয়েছিলেন আন্দোলনকারীরা। স্লোগান দেওয়া হয় রাজ্য সরকারের বিরুদ্ধেও। বক্তৃতা করেন সংগঠনের রাজ্য সম্পাদক ডলি রায়, নেত্রী পূর্ণিমা বিশ্বাস, সুজাতা সিংহ, কৃষ্ণা বসু, মিতালি দে-সহ অন্যরা।