ছবি: সংগৃহীত।
রাজ্যে ‘সেফ হোম’-এর সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে বুধবার চিঠি দিল মহিলা সাংস্কৃতিক সংগঠন। এসইউসি প্রভাবিত ওই সংগঠনের রাজ্য় সম্পাদক কল্পনা দত্ত চিঠিতে লিখেছেন, রাজ্য়ের অধিকাংশ মানুষের বাড়িতেই করোনা আক্রান্তকে আলাদা রাখার ব্যবস্থা নেই। আবার হাসপাতালেও সব করোনা রোগীর স্থান সঙ্কুলান হচ্ছে না। এই পরিস্থিতিতে প্রতিটি এলাকায় ‘সেফ হোম’ গড়ে তোলা হোক। প্রতিটি ‘সেফ হোম’-এ পরিচ্ছন্ন পরিবেশ, পথ্য় ও পরিস্রুত পানীয় জল, চিকিৎসকের নিয়মিত পরিদর্শন, নার্স ও স্বাস্থ্য়কর্মীদের নিয়োগ এবং অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুল্যান্স পরিষেবার ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন কল্পনা।