বিদ্যুতের তারে পা দিয়ে মৃত্যু হল মহিলার। —প্রতীকী ছবি
বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। বাড়ির সামনে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে পা দিয়ে মৃত্যু হল মহিলার। বরাত জোরে প্রাণে বাঁচল তাঁর নাতনি। ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠোলিয়া এলাকার ঘটনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
মৃতের নাম প্রমীলা রায়। বয়স ৫৫ বছর। জানা গিয়েছে, প্রতিদিন নাতনিকে নিয়ে পাশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান তিনি। তবে এ দিন নাতনিকে বাড়িতে রেখে একাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় বাড়ির সামনে পড়ে থাকা তারে পা পড়ে মহিলার। ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রমীলা রায়ের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। তাঁর বাড়ির ওপর দিয়েই গিয়েছিল বিদ্যুতের তার। সেই তারই ছিঁড়ে পড়ে ছিল বাড়ির সামলে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় প্রমীলার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান মমতা রায়ের হস্তক্ষেপে বিক্ষোভ মেটে। দেহ তোলার অনুমতি দেয় প্রমীলার পরিবার।
জুলাই মাসে কলকাতার তিন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিন জনের। হরিদেবপুর, নারকেলডাঙা এবং ট্যাংরায়। উলুবেড়িয়াতেও খোলা তার জড়িয়ে মৃত্যু হয় সাইকেল আরোহীর। এ বার ধূপগুড়িতে বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার।