তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ রাজারহাটের বৈদিক ভিলেজে, গ্রেফতার ৪

রাজারহাটের বৈদিক ভিলেজে তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে। তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ধৃতদের শনিবার বারাসত আদালতে হাজির করানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১০:৪২
Share:

তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রতীকী ছবি।

জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল রাজারহাটের বৈদিক ভিলেজে। অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতদের বারাসত আদালতে হাজির করানো হবে।

Advertisement

সূত্রের খবর, জন্মদিনের পার্টি চলছিল রাজারহাটের ওই রিসর্টে। সেখানে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই তরুণীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জন্মদিনের পার্টিতে যাঁরা গিয়েছিলেন, তাঁদের ব্যাপারে কোনও তথ্য জানাতে পারেননি বৈদিক ভিলেজ কর্তৃপক্ষ।

চার যুবককে শুক্রবার রাতে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার রাজারহাট থানায় ধৃতদের জেরা করা হচ্ছে। আসল ঘটনা কী ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বৈদিক ভিলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

জানা গিয়েছে, ১০-১৫ জনের একটি দল বৈদিক ভিলেজে পার্টি করার জন্য গিয়েছিল। তবে তাঁদের সম্পর্কে কোনও তথ্য বৈদিক ভিলেজের কাছে নেই বলে দাবি করা হয়েছে। এই প্রেক্ষিতে বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement