B P Gopalika

মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধি কি, ধোঁয়াশা

প্রবীণ আমলাদের একাংশ জানান, মেয়াদ বৃদ্ধির পদ্ধতি বেশ জটিল। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়োগ সংক্রান্ত যে কমিটি রয়েছে, তার বৈঠক হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ০৭:২৫
Share:

মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। —ফাইল চিত্র।

অবসরের দিন এগিয়ে এলেও বর্তমান মুখ্যসচিবের কর্মজীবনের মেয়াদ বাড়বে কি না, তা নিয়ে ধন্দে রয়েছেন রাজ্য প্রশাসনের অনেকেই। কারণ, চাকরির মেয়াদ বৃদ্ধির কোনও বার্তা এখনও কেন্দ্র থেকে নবান্নে আসেনি বলেই খবর। সরকারি ভাবে মুখ না খুললেও নবান্ন সূত্রের দাবি, গত মাসের গোড়ায় বর্তমান মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার কর্মজীবনের মেয়াদবৃদ্ধি (এক্সটেনশন) চেয়ে দিল্লিতে আবেদন পাঠিয়েছিল নবান্ন। হিসাব অনুযায়ী, ৩১ মে মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার কথা ভগবতীপ্রসাদের। এ দিকে, ১ জুন সপ্তম দফার ভোট রয়েছে। ৪ জুন ভোট গণনা। এই পরিস্থিতিতে মুখ্যসচিবের মতো সব থেকে গুরুত্বপূর্ণ পদে নতুন কাউকে বসানো ঠিক হবে না বলেই মনে করছে রাজ্য।

Advertisement

প্রসঙ্গত, রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাঁর জায়গায় অস্থায়ী ডিজি হন বিবেক সহায়। কিন্তু ভোটের মধ্যে তাঁর অবসরের দিন হওয়ায় বিবেককে সরিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি হিসেবে নিয়োগ করেছে কমিশন। কিন্তু ভগবতীপ্রসাদের ক্ষেত্রে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি।

প্রবীণ আমলাদের একাংশ জানান, মেয়াদ বৃদ্ধির পদ্ধতি বেশ জটিল। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়োগ সংক্রান্ত যে কমিটি রয়েছে, তার বৈঠক হয়। কিন্তু এখন নির্বাচন চলছে বলে সেই বৈঠকের জন্য নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে। কেন্দ্রের কর্মিবর্গ এবং প্রশিক্ষণ মন্ত্রক কমিশনের কাছে সেই প্রস্তাবে সবুজ সঙ্কেত পেলে তবেই নিয়োগ কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে বিষয়টি নিয়ে সদর্থক সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত নির্দেশনামা নবান্নে আসবে। সেই পদ্ধতি কত দূর এগিয়েছে, না কি আদৌ এগোয়নি, তা নিয়েও স্পষ্ট বার্তা নবান্নে আসেনি বলে খবর। যদিও আধিকারিকদের একাংশ জানান, কমিশনের সম্মতি পেলে প্রক্রিয়া মোটেই সময়সাপেক্ষ নয়। তাই আগামী সপ্তাহেও মুখ্যসচিবের মেয়াদবৃদ্ধির বার্তা নবান্নে আসতে পারে বলেও অনেকে মনে করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement