বিষ্ণুপুরে রাজনৈতিক রেষারেষির জেরে গুলিবিদ্ধ মহিলা, অভিযোগ। নিজস্ব চিত্র।
গুলিবিদ্ধ হলেন এক মহিলা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে রাজনৈতিক রেষারেষির জেরেই ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ তাদের। তবে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার রঘুদেবপুর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা এসএসকেএম হাসপাতালে ভর্তি।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, এ দিন সকালে এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে পরিচিত প্রায় ১০-১৫ জন যুবক চড়াও হন অরুণ নস্করের বাড়ি। অরুণ এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অরুণ সেই সময় বাড়ি ছিলেন না। ওই দুষ্কৃতীরা অরুণের স্ত্রী রাধারানিকে গালিগালাজ করে।
অরুণের এক প্রতিবেশীর অভিযোগ, ‘‘ওই দুষ্কৃতীরা সবাই সশস্ত্র ছিল। এক জন রাধারানির মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করলে আত্মরক্ষা করতে হাতের কাছে থাকা একটা ঝাঁটা দুষ্কৃতীদের দিকে ছুড়ে মারেন রাধারানি।” এর পরেই তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাধারানি। গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছন এলাকার বাসিন্দারা। তাঁদের দেখে চম্পট দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুন: দেড় হাজার টাকার জন্য খুন! তিলজলায় মহিলা খুনে ধৃত সঙ্গী
রাধারানিকে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রাধারানির অবস্থা সঙ্কটজনক। তাঁর অস্ত্রোপচার করতে হবে। গুলি চলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ।
আরও পড়ুন: ভোরের আগুনে ভস্মীভূত নারকেলডাঙার ছাগলপট্টি বস্তি
এলাকার বিজেপি নেতৃত্বের অভিযোগ, অরুণ এবং তাঁর স্ত্রী দু’জনেই তাঁদের দলের সক্রিয় কর্মী। অরুণ রঘুদেবপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি। তাঁর স্ত্রী ওই বুথে দলের কোষাধ্যক্ষ। বিজেপি করার জন্যই তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির।