Suvendu Adhikari

Subhendu Adhikari: চেক পোস্টে কেন ট্রাক দাঁড়িয়ে, ‘খোঁচা’ শুভেন্দুর

ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডিহি চেক-পোস্টে সারি দিয়ে দাঁড়িয়ে কয়লা বোঝাই ট্রাক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২২ ০৬:২৬
Share:

ফাইল ছবি

পশ্চিম বর্ধমানের বরাকরের ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডিহি চেক-পোস্টে সারি দিয়ে দাঁড়িয়ে কয়লা বোঝাই ট্রাক। মঙ্গলবার ট্রাক চালকেরা দাবি করেন, কেউ পাঁচ, কেউ সাত দিন আটকে রয়েছেন সেখানে। সে প্রসঙ্গে এ দিন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী টুইটে প্রশাসন এবং তৃণমূলকে বেঁধার চেষ্টা করেছেন। তাঁর কটাক্ষ, ‘‘এটা কি ‘ভাইপো’ ভ্যাট সংগ্রহের ভিত্তি স্থাপন করা হচ্ছে?’’ পাল্টা, তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন বলেন, ‘‘পুলিশ আইন মেনে কাজ করছে৷ শুভেন্দু অধিকারীর অভ্যাস, সব কিছু নিয়েই ভিত্তিহীন কথা বলা। ওঁর কথার কোনও গুরুত্ব নেই।’’ অভিযোগ উড়িয়ে দিয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটও।

Advertisement

শুভেন্দুর দাবি, বৈধ কাগজপত্র থাকলেও কেন্দ্রীয় সংস্থা ‘কোল ইন্ডিয়া’র কয়লা নিয়ে ট্রাকগুলি ডুবুরডিহিতে দাঁড়িয়ে রয়েছে। একই পরিস্থিতি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ট্রাক পরীক্ষায় সময় লাগছে কেন? কমিশনারেট সূত্রের দাবি, ঝাড়খণ্ডে কয়লার ‘অবৈধ’ খনন চলছে বলে তাদের কাছে খবর রয়েছে। সে কয়লা রাজ্যে ঢোকা রুখতেই কাগজপত্র খুঁটিয়ে পরীক্ষার পাশাপাশি, চালকেরা যে কোলিয়ারি থেকে ট্রাকে কয়লা বোঝাই করে এনেছেন, সেই কোলিয়ারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে। তার পরে, কাগজপত্রের ‘ফটোকপি’ জমা রেখে ট্রাক ছাড়া হচ্ছে। কমিশনারেটের এসিপি (পশ্চিম) সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “অবৈধ কয়লা ঢুকতে দেওয়া হবে না।” অন্য দিকে, উত্তর দিনাজপুর জেলা পুলিশ সূত্রের দাবি, সম্প্রতি কোনও বৈধ কয়লা বোঝাই ট্রাক ইসলামপুরে আটকানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement