ফাইল চিত্র
মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি রয়েছে। কড়াকড়ি এতটাই যে, পরীক্ষার্থীদের কেউ বই দেখে বা টুকলি করে লিখতে পারছে না! এমন কড়া নজরদারি কেন থাকবে, এমনই আজব প্রশ্ন তুলে পরীক্ষা শুরুর আগে বিক্ষোভ দেখাল পরীক্ষার্থীদের একাংশ।
শুক্রবার কেশপুরের মুগবসান হাইস্কুলের সামনে বিক্ষোভের খবর পেয়ে পৌঁছন পুলিশ, প্রশাসনের আধিকারিকেরা। ক্রমে পরিস্থিতি আয়ত্তে আসে। মুগবসান হাইস্কুলের কেন্দ্রে মাধ্যমিক দিচ্ছে কুঁয়াই হাইস্কুল এবং মুন্ডুলিকা হাইস্কুলের ছাত্রছাত্রীরা। শুক্রবার ইতিহাস পরীক্ষা শুরুর আগেই বিক্ষোভ হয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থীর দাবি, ‘‘আমরা বিক্ষোভে ছিলাম না। শুনেছি, কয়েক জন পরীক্ষার্থী দাবি করে, তাদের নকল করতে দিতে হবে। কোনও বাধা দেওয়া যাবে না।’’
পুলিশ-প্রশাসন অবশ্য জানিয়েছে, পরীক্ষার্থীদের জমায়েত বেশি ক্ষণ ছিল না। নির্ধারিত সময়েই ওই কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। কেশপুরের বিডিও দীপক ঘোষ বলেন, ‘‘সুষ্ঠু ভাবেই পরীক্ষা হয়েছে। আমি ওই স্কুলে গিয়েছিলাম।’’ মধ্যশিক্ষা পর্ষদের পশ্চিম মেদিনীপুরের মনিটরিং কমিটির আহ্বায়ক রাজীব মান্নারও বক্তব্য, ‘‘পরীক্ষা শুরুর আগে ওখানে একটা ছোট্ট সমস্যা হয়েছিল। মিটেও গিয়েছে। পরীক্ষা সুষ্ঠু ভাবেই হয়েছে।’’