ফাইল চিত্র।
বাংলায় থাকতে হলে বাংলা জানতেই হবে বলে ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘উগ্র প্রাদেশিকতা’র রাজনীতি করছেন বলে সরব হল কংগ্রেস। বিধান ভবনে শনিবার প্রদেশ কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে উঠে এসেছে, বিজেপি যেমন সাম্প্রদায়িক বিভাজন করছে, তেমনই রাজ্যের শাসক দল তৃণমূল আবার প্রাদেশিকতার রাজনীতি আমদানি করছে। এই দু’দলের বিভাজনের রাজনীতিরই মোকাবিলা করার ডাক দেওয়া হয়েছে বৈঠকে গৃহীত প্রস্তাবে। প্রদেশ প্রচার কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরীও এ দিন বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী নতুন একটা বিষয় নিয়ে এসেছেন, বাংলায় থাকলে বাংলা বলতে হবে। বিজেপি হিন্দি চাপিয়ে দিতে চাইছে, উনি বাংলা চাপাতে চাইছেন। সাম্প্রদায়িক এবং আঞ্চলিকতার রাজনীতিতে বাংলার মানুষ বিপন্ন।’’