বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে-ঘূর্ণাবর্ত সোমবার দক্ষিণ কলকাতাকে ভাসিয়ে দিয়েছিল, সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তার দাপটে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি এবং লাগোয়া ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ঝাড়খণ্ড ও সন্নিহিত রাঢ় বাংলার জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। অতি ভারী বৃষ্টি থেকে ওই অঞ্চলের নদী দিয়ে প্রচুর জল নেমে আসতে পারে। তাতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। দক্ষিণবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডে বৃষ্টির অভাব ছিল। আবহবিদদের ধারণা, এ বারের ঘূর্ণাবর্তটি সেই ঘাটতি মেটাবে।