Abhishek Banerjee on Sandeshkhali

অভিষেক কি সন্দেশখালি যাবেন? মহেশতলায় সভা শেষে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি

১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা হবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর কাছে জানতে চাওয়া হয়, সন্দেশখালিতে যে সভা করবে বলেছিল তৃণমূল, সেটি কবে হচ্ছে?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫১
Share:

মহেশতলায় সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার। ছবি: ফেসবুক।

লোকসভা ভোটের আগে সন্দেশখালিকে ইস্যু করে শাসকদলের উপর চাপ তৈরি করছে বিরোধীরা। অথচ সন্দেশখালিতে এখনও দেখা যায়নি শাসকদল তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরকারের তরফে মন্ত্রীরা সেখানে নিয়মিত হাজির হচ্ছেন ঠিকই। কিন্তু সন্দেশখালিতে তৃণমূলের তরফে যে সভা করার কথা ছিল, সেই সভার দিনও পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার সংবাদমাধ্যমের তরফে অভিষেককে প্রশ্ন করা হয়েছিল, তিনি কবে যাবেন সন্দেশখালিতে? অভিষেক সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে সরাসরি কোনও তারিখ বলেননি তিনি।

Advertisement

রবিবার মহেশতলায় একটি উড়ালপুল এবং জলের প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন অভিষেক। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। তবে তার আগে নিজের সমাজমাধ্যমের পাতায় তৃণমূলের ব্রিগেড সমাবেশের ঘোষণা করেন তৃণমূলের সেনাপতি। আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা হবে বলে জানান তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর কাছে জানতে চাওয়া হয়, ‘‘সন্দেশখালিতে তো আপনারা একটা সভা করবেন বলেছিলেন। ব্রিগেডে তো একটা বড় সমাবেশ করছেন। তা হলে সন্দেশখালির সভাটি কবে হচ্ছে?’’ এই প্রশ্নের জবাবেই অভিষেক বলেন, ‘‘যখন যাওয়ার প্রয়োজন হবে নিশ্চয়ই যাব। আপাতত ওখানে পরিস্থিতি ঠিক নেই। এমনিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সভা করা যাবে না। তার পরে যে হেতু ১০ তারিখ ব্রিগেড তাই তার প্রস্তুতিও থাকবে,’’

তবে সন্দেশখালিতে তিনি কবে যাবেন, সেই তারিখ যেমন স্পষ্ট করে জানাননি অভিষেক, তেমনই ‘যাবেন না’ এমনও বলেননি। অভিষেক বলেছেন, ‘‘আমরা ওখানে অকারণে গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করে তুলতে চাই না। এটা বিজেপি, সিপিএম করে।’’

Advertisement

অভিষেকের কথায়, সন্দেশখালিতে বিজেপি নেতাদের এক এক জন এক এক দিন যাচ্ছেন। সুকান্ত মজুমদার যেদিন যাবেন, তার পরের দিন যেতে হবে শুভেন্দু অধিকারীকে। আবার এক দিন যাবেন অগ্নিমিত্রা পাল, একদিন এনএইচআরসি, একদিন মহিলা মোর্চা। অভিষেক প্রশ্ন করেছেন, এঁরা সবাই হাই কোর্টে গিয়ে এক সঙ্গে সেখানে যাওয়ার আবেদন করছে না কেন? প্রশ্ন তুলে জবাবও অবশ্য অভিষেক নিজেই দিয়ে বলেছেন, ‘‘আসলে নরেন্দ্র মোদী বলে দিয়েছেন দিল্লি থেকে, আমি ৮ তারিখ আসছি। ইস্যু যেন বেঁচে থাকে।’’

অভিষেকের মতে, সন্দেশখালি এখন আলোকবৃত্তের কেন্দ্রে। তাই বিরোধীরা ভোটের আগে সেই আলোকবৃত্তের ছোঁয়া পেতে সন্দেশখালিতে ছুটছেন। অভিষেক বলেছেন, ‘‘ওরা ছুটছে ছুটুক’’। সন্দেশখালিতে শাসক দল তৃণমূলের সভা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যেদিন হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’’ তবে একই সঙ্গে অভিষেক বলেছেন, সন্দেশখালিতে এখন সভা না করাই ভাল। আগামী দিনে স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে সব হবে। মানুষের প্রাণ বাঁচলে, এলাকা-পরিস্থিতি শান্ত থাকলে ধর্মে ধর্মে আগুন না জ্বালিয়ে, বৈষম্য না করে, শান্তি, সংহতি, শৃঙ্খলা, সভ্যতা, সম্প্রীতির পরিবেশ তৈরি করে রাখলে সভা-সমিতি আগামী দিনে সব হবে।’’

তিনি কি সন্দেশখালি যাবেন? উত্তরে অভিষেক জানিয়েছেন, তিনি সন্দেশখালি যাবেন। তাঁর কথায়, ‘‘ব্রিগেড সমাবেশ হয়ে গেলে আমি নিশ্চয়ই যাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement