Heat Wave

বাড়তে পারে তাপপ্রবাহ

এ বার ওই জেলাগুলিতে তাপপ্রবাহ বাড়তে পারে। অর্থাৎ তিন মাসে গড়ে যত দিন তাপপ্রবাহ হওয়ার কথা, তার থেকে বেশি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ০৪:৩৯
Share:

প্রতীকী ছবি।

এ বার গ্রীষ্মে সার্বিক ভাবে রাজ্যে তীব্র দহনজ্বালা হয়তো সইতে হবে না। কিন্তু বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের দাপট বাড়বে বলে সোমবার জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ দিনই দিল্লির মৌসম ভবন দেশের সার্বিক গ্রীষ্মের পূর্বাভাস দিয়েছে। তার ভিত্তিতেই রাজ্যে সম্ভাব্য গরমের কথা জানিয়েছে হাওয়া অফিস। তারা জানায়, গ্রীষ্মে গড় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি এমনিতেই তাপপ্রবাহপ্রবণ বা তাপপ্রবাহের ‘কোর’ এলাকা বলে চিহ্নিত। এ বার ওই জেলাগুলিতে তাপপ্রবাহ বাড়তে পারে। অর্থাৎ তিন মাসে গড়ে যত দিন তাপপ্রবাহ হওয়ার কথা, তার থেকে বেশি হবে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ চিহ্নিত তাপপ্রবাহপ্রবণ অঞ্চলে তাপপ্রবাহের মাত্রা আরও বাড়তে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement