শুক্রবারের পারদ পতনে সকাল থেকেই কলকাতার বুকে শীতের আমেজ। নিজস্ব চিত্র।
শহরে আরও খানিকটা কমল তাপমাত্রা। শুক্রবারের পারদ পতনে সকাল থেকেই কলকাতার বুকে শীতের আমেজ। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিক। সারা দিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ কেটে গিয়েছে। ঘূর্ণাবর্তের ফলে বাধাপ্রাপ্ত উত্তুরে হিমেল হাওয়া আবার বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। তাই আস্তে আস্তে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহবিদরা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তেই কলকাতা-সহ বাকি জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে।
আগুন জ্বালিয়ে শীতের আমেজ উপভোগ করেছেন সাধারণ মানুষ। নিজস্ব চিত্র।
শুক্রবার পারদ পতনের জের লক্ষ্য করা গিয়েছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর-সহ পশ্চিমের জেলাগুলিতে কড়া শীত পড়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি-সহ বাকি জেলাগুলিতে শুক্রবার সকাল থেকেই আগুন জ্বালিয়ে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছেন সাধারণ মানুষ।