ফাইল চিত্র।
ঝিরঝিরে বৃষ্টির সোমবারীয় নিম্নচাপ মঙ্গলবার থেকেই বদলে যেতে পারে ভারী বৃষ্টির ভোগান্তিতে। যা টানা বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সোমবার সকালেই বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানিয়েছিলেন আবহবিদরা। পরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দেয়, সকালে যে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে তা ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যার জেরে ভারী বৃষ্টি হতে পারে কলকাতার কিছু অংশ এবং তার সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এ ব্যাপারে দক্ষিণবঙ্গের ওই জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
সোমবার সকাল থেকেই নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতায়। তবে সেই বৃষ্টির প্রকোপ ছিল কম। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতার কিছু অংশ, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মঙ্গল এবং বুধবার বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে দক্ষিণ বঙ্গের ওই জেলাগুলিতে।
আপাতত ওই নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি ওড়িশা এবং ছত্তীসগঢ় হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে।