ফাইল চিত্র।
মিউনিসিপ্যালিটির ভোটের আগে কলকাতা সহ চারটি কর্পোরেশনের ভোট করে নিতে চায় রাজ্য সরকার। আপাতত যা ঠিক হয়েছে তাতে এপ্রিলের তৃতীয় সপ্তাহ নাগাদ এই ভোটগুলি হতে পারে। কলকাতা ছাড়া বাকি তিনটি কর্পোরেশন হল হাওড়া, শিলিগুড়ি ও আসানসোল।
মার্চ মাস পর্যন্ত চলবে বিভিন্ন বোর্ডের পরীক্ষা। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ। ফলে তার আগে ভোট হওয়ার সম্ভাবনা কার্যত নেই। একাংশের দাবি, ২৪ এপ্রিল কলকাতা সহ এই চারটি কর্পোরেশনের ভোটগ্রহণ করা যায় কি না তা দেখা হচ্ছে। তবে ওই দিন থেকে রমজান মাস শুরু। বিবেচনায় রাখতে হচ্ছে সে কথাও। রাজ্য সরকার মে মাসের মাঝামাঝি বাকি পুরসভাগুলির নির্বাচন চায়।
তৃণমূল বোর্ডের মেয়াদ ফুরনো হাওড়া এখন প্রশাসকের অধীন। শিলিগুড়ি বামেদের হাতে। বাকি দুটি তৃণমূলের।