ছবি: সংগৃহীত।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে গবেষণা ও চর্চার জন্য গড়ে তোলা হবে একটি ইনস্টিটিউট। তাঁর জন্মের দ্বিশতবর্ষ উদযাপনের জন্য গঠিত কমিটির আলোচনায় মঙ্গলবার এই প্রস্তাব চূড়ান্ত হয়েছে।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে মঙ্গলবার কমিটির বৈঠকে ঠিক হয়েছে, বাংলার গর্বের পরম্পরাকে সামনে এনে ‘আমাদের বিদ্যাসাগর’ শীর্ষক একটি বই প্রকাশ করা হবে। বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের উন্নয়নের জন্যও অর্থ বরাদ্দ করা হবে। বিদ্যাসাগরের জন্মদিন পালনে আগামী ২৬ সেপ্টেম্বর তাঁর জন্মস্থান বীরসিংহে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।