TET

TET 2021: প্রকাশিত হল প্রাথমিক টেট-এর ফল, ১ লক্ষ ৮৯ হাজার পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৯,৪৯৬

২০২১ সালের ৩১ জানুয়ারি রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ‘টেট’ পরীক্ষা হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ২০:৪৭
Share:

প্রতীকী ছবি।

পরীক্ষা হয়েছিল এক বছর আগে। সোমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২১ সালে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা (টেট)-র ফল প্রকাশ করল। ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯,৪৯৬ জন।

Advertisement

যাঁরা উত্তীর্ণ হলেন তাঁরা ‘প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসেবে যোগদানের যোগ্য’ বলে বিবেচিত হবেন বলে জানিয়ে পর্ষদের তরফে বলা হয়েছে, উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানিয়েছেন, পর্ষদের দু’টি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

২০২১ সালের ৩১ জানুয়ারি রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ‘টেট’ পরীক্ষা হয়েছিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪। কিন্তু পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৫ হাজার ৮১৮ জন। এ ছাড়া কয়েক জনের পরীক্ষা বাতিল হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement