পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।
তিনি দলের কোনও পদে নেই আর, কিন্তু তৃণমূল নিয়ে প্রশ্ন উঠতেই সপাট জবাব দিলেন প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বললেন, ‘‘তৃণমূলের ক্ষতি কেউ করতে পারবে না।’’
সোমবার এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল আলিপুর আদালতে। সেখানেই হাজির করানো হয় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে। পার্থ আদালত চত্বরে গাড়ি থেকে নামতেই সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ডিসেম্বর ডেডলাইন’ প্রসঙ্গে। তারই জবাবে পার্থ বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ওই জবাব দেন। ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে কিছুটা বিরক্ত হয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘‘তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না।’’
প্রসঙ্গত, সোমবারই শুভেন্দুর দেওয়া তিনটি বিশেষ তারিখের প্রথম দিন। শুভেন্দু বলেছিলেন, ‘‘ডিসেম্বরের ১২–১৪–২১ তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।’’ সোমবার তৃণমূল প্রসঙ্গে শুভেন্দুর এই মন্তব্য প্রসঙ্গেই জানতে চাওয়া হয় পার্থের কাছে। তাতেই ওই জবাব দেন পার্থ।
উল্লেখ্য, শুভেন্দুর ‘ডিসেম্বর ডেডলাইন’ নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বলেছিলেন, ‘‘ডিসেম্বর মাসের ১২, ১৪ এবং ২১ তারিখ রাজ্যে ধামাকা হবে।’’ যার পাল্টা তৃণমূলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘ডিসেম্বরে কোনও বিশেষ দিন নেই। শুধু কয়েকটা বিয়ের তারিখ আছে।’’ পরে রবিবার আবার শুভেন্দু বলেন, ‘‘আগামিদিনে আর্থিক ভাবে দেউলিয়া হয়ে যাবে সরকার। দুর্নীতিতে জড়িত শাসকদলের নেতা-মন্ত্রীরা সবাই জেলে যাবেন।’’ এর পাল্টা আক্রমণ করে কুণাল আবার বলেন, ‘‘কারা জেলে যাবেন, বোঝাই যাচ্ছে। শুভেন্দু-ঘনিষ্ঠ শ্যামল আদকের গ্রেফতারিই তার প্রমাণ।’’