West Bengal Panchayat Election 2023

‘ঝামেলায় জড়াবেন না’! জেলায় জেলায় মনোনয়ন ঘিরে অশান্তির মধ্যেই আবার বার্তা অভিষেকের

প্রশাসনকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার ‘নবজোয়ার যাত্রা’র কর্মসূচি থেকে অভিষেকের বার্তা, ‘‘কেউ মনোনয়ন জমা দিতে না পারলে আমাদের জানান।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৯:৩৩
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে দলীয় নেতা-কর্মীদের কোনও রকম প্ররোচনায় পা না-দেওয়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘মনোনয়ন ঘিরে কোনও রকম অশান্তিতেও জড়াবেন না।’’ এ ব্যাপারে প্রশাসনকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার ‘নবজোয়ার যাত্রা’ কর্মসূচি থেকেও অভিষেকের বার্তা, ‘‘কেউ মনোনয়ন জমা দিতে না পারলে আমাদের জানান।’’

Advertisement

শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে গুলি করে খুনের অভিযোগের পাশাপাশি বহু জায়গায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন তুলতে এবং জমা না-দিতে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ২০১৮ সালের ‘রক্তক্ষয়ী’ পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে শাসকদলকে বিঁধতে শুরু করেছেন বিরোধীরা। তার প্রেক্ষিতে শনিবার দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে অভিষেক বলেন, ‘‘মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দলের কেউ কোনও রকম প্ররোচনায় পা দেবেন না। কেউ কোনও ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না।’’

নবজোয়ার যাত্রার কর্মসূচিতে শনিবার কল্যাণীর ক্যাম্প থেকে উত্তর ২৪ পরগনার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় অংশ নেন অভিষেক। সেখানে তিনি বলেন, ‘‘প্রশাসনকেও বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।’’

Advertisement

ভোট-পর্ব শুরু হওয়ার প্রথম দিন থেকেই সন্ত্রাসের অভিযোগ তুলে শাসকদল ও রাজ্য প্রশাসনের ভূমিকার সমালোচনা করতে শুরু করেছেন বিরোধীরা। শুক্রবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার একটি হুমকি-লিফলেটের ছবি দিয়ে টুইটারে দাবি করেছেন, তাঁদের দলকে আটকাতে এ সব ছড়াচ্ছে তৃণমূল। সেই পোস্টারে লেখা, ‘‘পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কেউ প্রার্থী হলে লাশ পড়ে যাবে।’’ সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। তার প্রেক্ষিতে পরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস পাল্টা টুইটে জানান, কোথাও যদি বিরোধীদের মনোনয়ন জমা দিতে সমস্যা হয়, তা হলে তাঁকে জানাতে পারেন সুকান্তেরা। তিনি উদ্যোগী হয়ে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দেবেন। ঘটনাচক্রে, পঞ্চায়েত ভোট ঘোষণার অনেক আগে থেকেই বিভিন্ন জনসভায় গিয়ে এই একই কথা বলতে শোনা গিয়েছিল অভিষেককে। শনিবার তিনি আবারও বলেন, ‘‘কেউ মনোনয়ন জমা দিতে না পারলে জানান। তৃণমূল মনোনয়নের ব্যবস্থা করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement