প্রকাশ জাভড়েকর।
দূরশিক্ষা পাঠ্যক্রমের (ডিসট্যান্স কোর্স) জন্য রাজ্যকে আরও দু’বছর সময় দিল কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে জানান, আগামী দু’বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (নাক)-এর থেকে ৩.২৬ নম্বর পেতে হবে। না হলে দূরশিক্ষার পাঠ্যক্রম চালানো যাবে না।
শিক্ষা সূত্রের খবর, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠ্যক্রম ও দূরশিক্ষা পাঠ্যক্রম চালানো হয়, সেগুলি নাক-এর থেকে ৩.২৬ নম্বর না পেলে দূরশিক্ষা চালাতে পারবে না। বিকাশ ভবন সূত্রের খবর, রবীন্দ্রভারতী, বর্ধমান, কল্যাণী ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা পাঠ্যক্রম আছে। কিন্তু সেই সব বিশ্ববিদ্যালয়ের কোনওটাই নাক-এর থেকে সেই নম্বর পায়নি বলে জানান দফতরের এক কর্তা। ফলে ইউজিসি-র ওই বিজ্ঞপ্তির পরে সঙ্কটে পড়েন বহু পড়ুয়ারা। সেই অবস্থার পরে রাজ্য সরকার কেন্দ্রে চিঠি পাঠায় বলে দফতর সূত্রে জানা গিয়েছে।
তার ভিত্তিতেই কেন্দ্রীয় মন্ত্রী জানান, ওই সব বিশ্ববিদ্যালয়কে দু’বছর ছাড় দেওয়া হল। কিন্তু তার মধ্যে নাক-এর থেকে ৩.২৬ নম্বর আদায় করতে হবে। না হলে দূরশিক্ষা পাঠ্যক্রম চালু রাখা যাবে না। মূলত বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন নাক-এর সদস্যেরা। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এবং সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে নাকের ওই সদস্যেরা নম্বর দেন। আগামী দু’বছরে ওই নম্বর অর্জন করা ওই সব বিশ্ববিদ্যালয়ের কাছে চ্যালেঞ্জ হয়ে গেল।