পেট্রল ও ডিজেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগামী ৮ মে দেশ জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিল সিপিএম। তাদের দাবি, অবিলম্বে পেট্রো-পণ্যের উপরে করের বোঝা কমিয়ে জনতাকে স্বস্তি দিক কেন্দ্রীয় সরকার। পার্টি কংগ্রেসে গঠিত সিপিএমের নতুন পলিটব্যুরোর তরফে প্রথম কর্মসূচি হতে চলেছে ৮ তারিখের প্রতিবাদ দিবসই। গণতান্ত্রিক সমস্ত শক্তিকে সে দিন পথে নেমে প্রতিবাদে সামিল হওয়ারও আবেদন জানিয়েছে পলিটব্যুরো।
সিপিএমের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলে তার সঙ্গে সঙ্গতি রেখে শুল্ক হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি নরেন্দ্র মোদীর সরকার। গত ২০১৪ সালে পেট্রলে উপরে শুল্কের হার ছিল লিটার প্রতি ৯ টাকা ৪৮ পয়সা, চার বছর পরে যা বেড়ে হয়েছে ১৯ টাকা ৪৮ পয়সা। এই কারণেই দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতেই পেট্রল, ডিজেলের খুচরো মূল্য সব চেয়ে বেশি। এবং তার জেরে সাধারণ মানুষের জীবনের আরও নানা ক্ষেত্রেও পর্যায়ক্রমে প্রভাব পড়ছে। এই বোঝা কমাতেই কেন্দ্রীয় সরকারের শুল্ক কমানোর দাবি তুলেছে সিপিএম। পলিটব্যুরোর বিবৃতিতে শুক্রবার বলা হয়েছে, বৃহৎ কর্পোরেটের জন্য কর ছাড় দিতে কেন্দ্রের কোনও আপত্তি নেই। কিন্ত আম জনতাকে স্বস্তি দিতে পেট্রো-পণ্যে কর কমাতে তারা নারাজ!