Sujit Bose

দ্বিতীয় বার করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু, বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি

গত কয়েক দিন ধরে সর্দি লেগেছিল সুজিতের। পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। পরিবারের সকলের পরীক্ষা করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১১:০৪
Share:

ফের সংক্রমিত মন্ত্রী সুজিত। ফাইল চিত্র

ফের করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু। গত কয়েক দিন ধরে সর্দি লেগেছিল তাঁর। পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বাড়িতেই নিভৃতভাসে রয়েছেন মন্ত্রী। পরিবারের সকলের পরীক্ষা করানো হয়েছে। এর আগে গত বছরও তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

Advertisement

রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য করোনা আক্রান্ত। বিরোধী দলেও বহু রাজনীতিবিদ করোনা সংক্রমিত হয়েছেন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং প্রশাসনের একাধিক কর্তা করোনায় কাবু।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন। কলকাতায় আক্রান্ত সাত হাজার ৪৮৪ জন।

Advertisement

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমণ বাড়ল ২১ শতাংশেরও বেশি। ভারতে গত ২৪ ঘণ্টায় মোট এক লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২। দৈনিক সংক্রমণের হার ৯.২৮ শতাংশ। সুস্থতার হার ৯৭.৫ শতাংশ। দেশে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা চার লক্ষ ৭২ হাজার ১৬৯।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement