ছবি: সংগৃহীত।
সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য কাল, মঙ্গলবার থেকে ভার্চুয়াল ক্লাস দূরদর্শন, ডিডি বাংলার বদলে এবিপি আনন্দে নেওয়া হবে। বিকাশ ভবন সূত্রের খবর, বেলা ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত এই ক্লাস হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাস নেবেন বিশিষ্ট শিক্ষকেরা। প্রথমে ঠিক হয়েছিল, নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস হবে দূরদর্শনে, ডিডি বাংলা চ্যানেলে। কিন্তু শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ডিডি বাংলায় এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রবিবার বিকাশ ভবন ফের জানায়, ঠাঁই বদলে ক্লাস হবে এবিপি আনন্দে। বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে এবং শিক্ষা হেল্পলাইনের মাধ্যমে প্রাক্-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পড়ানোর যে-পরিকল্পনা করা হয়েছিল, তা-ও বহাল থাকছে।
আরও পড়ুন: কোচবিহারে মৃত্যু বাবার, সন্তানেরা আটকে কোয়রান্টিনে
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)