West Bengal Lockdown

বেসরকারি স্কুলের ফি আংশিক মকুবের দাবি

স্কুলগুলির টিউশন ফি, বাস ফি-সহ আরও কিছু ফি আংশিক মকুব করার দাবি জানালেন বেসরকারি স্কুলগুলির পড়ুয়াদের অভিভাবকদের একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ০২:১৫
Share:

প্রতীকী ছবি।

স্কুল বন্ধ। বাড়িতে বসেই অনলাইনে ক্লাস করছে পড়ুয়ারা। এর জন্য তারা ব্যবহার করছে বাড়ির ল্যাপটপ, মোবাইল বা ডেস্কটপ। প্রয়োজন হচ্ছে ইন্টারনেটেরও। সেই ইন্টারনেটের খরচ দিচ্ছেন পড়ুয়াদের অভিভাবকেরাই। তাঁদের একাংশের মত, করোনা আতঙ্কে স্কুল ছুটি থাকায় বাড়ি থেকে পড়াশোনা চালানোর খরচ বেড়ে গিয়েছে। স্কুলবাসের প্রয়োজন হচ্ছে না। অথচ বাসের ফি নিচ্ছে কয়েকটি স্কুল।

Advertisement

এই পরিস্থিতিতে স্কুলগুলির টিউশন ফি, বাস ফি-সহ আরও কিছু ফি আংশিক মকুব করার দাবি জানালেন বেসরকারি স্কুলগুলির পড়ুয়াদের অভিভাবকদের একাংশ। তাঁদের একটি সংগঠন, ইউনাইটেড গার্ডিয়ান ফোরামের আহ্বায়ক সুপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, তাঁরা এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে স্মারকলিপি দিচ্ছেন। সুপ্রিয়বাবু বলেন, ‘‘টিউশন ফি যদি না-ও কমানো হয়, শিক্ষাবর্ষের শুরুতে কয়েকটি খাতে যে এককালীন টাকা নেওয়া হয়, তা অন্তত কিছুটা মকুব করুক স্কুলগুলো।’’

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বেসরকারি স্কুলগুলির কাছে কিছু দিন আগেই আর্জি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে তারা যেন ফি না-বাড়ায়। অভিভাবকদের একাংশের মত, শুধু আর্জি জানালে হবে না। কারণ বেশির ভাগ স্কুলই আর্জিতে কান দিচ্ছে না। শিক্ষামন্ত্রীকে এই ব্যাপারে আরও কড়া হতে হবে।

Advertisement

শিক্ষামন্ত্রীর আর্জির পরেও কিছু বেসরকারি স্কুল ফি বাড়িয়েছে। তবে সাউথ পয়েন্ট-সহ বেশ কয়েকটি স্কুল ফি বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে। সম্প্রতি সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলও একটি নির্দেশিকায় জানিয়েছে, তারা নতুন শিক্ষাবর্ষের বর্ধিত ফি পড়ুয়াদের কাছ থেকে নেবে না। সেই সঙ্গে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী যে বর্ধিত বেতন দেওয়ার পরিকল্পনা হয়েছিল, তা-ও আপাতত স্থগিত রাখা হচ্ছে। তাঁরা পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যেমন বেতন পাচ্ছিলেন, তা-ই পাবেন। সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের প্রিন্সিপালকে ফোন করা হলে তিনি পরে ফোন করতে বলেন। পরে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement