ছবি: সংগৃহীত।
করোনাভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে ‘গাইডলাইন’ পাঠাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলি পরবর্তী কর্মসূচি তৈরি করতে পারবে। ইউজিসি সচিব রজনীশ জৈন এমনই চিঠি পাঠিয়েছেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলেজের অধ্যক্ষদের। একই চিঠি পাঠানো হয়েছে সব রাজ্যের মুখ্যসচিব এবং উচ্চশিক্ষা সচিবকেও।
করোনার জেরে উচ্চশিক্ষায় পরীক্ষা ও ক্লাসে তোলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ইউজিসি, কার সিদ্ধান্ত চূড়ান্ত তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। লকডাউনের কলেজ-বিশ্ববিদ্যালয় স্তরে পরীক্ষা ছাড়াই ক্লাসে তোলা ও কোন কোন ক্ষেত্রে পরীক্ষা হবে তা গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান। ইউজিসি আগেই জানিয়েছিল, লকডাউন পরিস্থিতিতে ৭ সদস্যের কমিটি তৈরি করেছে। পঠনপাঠন কী ভাবে চলবে ও পরীক্ষা কী ভাবে হবে কমিটিই সুপারিশ করবে। ইউজিসি সচিব তাঁর চিঠিতে শুক্রবার সে কথা মনে করিয়ে বলেন, কমিটি শীঘ্র রিপোর্ট দেবে। তা নিয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে আলোচনার পরে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ পাঠাবে ইউজিসি।
পড়ুয়াদের এক সিমেস্টার এগিয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিতর্ক ছাড়াও বিশ্ববিদ্যালয়গুলির অধিকার ভঙ্গের প্রসঙ্গ উঠেছে। শনিবার রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও (ওয়েবকুটা)-র সহ-সভাপতি প্রবোধ মিশ্র বলেন, ‘‘কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-পঠনপাঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিশ্ববিদ্যালয়ের নিজের। ইউজিসি'র পরামর্শ গুরুত্বপূর্ণ। অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারেন না। যা হয়েছে তা অধিকার ভঙ্গের সামিল।
আরও পড়ুন: করোনা-প্রতিরোধের লক্ষ্যে অ্যান্টিবডি টেস্টে প্রাধান্য হটস্পটকেই
কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (কুটা) বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে বলেছে, অ্যাকাডেমিক ক্যালেন্ডার বা পরীক্ষার রদবদল সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিশ্ববিদ্যালয়ের কাছেই থাকা উচিত। কুটার সাধারণ সম্পাদক পার্থিব বসু বলেন, ‘‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার বা পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন ইউজিসি, এআইসিটিই বা এনসিটিই-র দেওয়া নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। না হলে পড়ুয়ারা সমস্যায় পড়তে পারে। এ নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনাও জরুরি।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)