West Bengal Lockdown

ভিন্ রাজ্যের শ্রমিকদের খাবার দিচ্ছে পুলিশই

দিল্লি-সহ উত্তর ভারত থেকে হেঁটে আসা শ্রমিকেরা রবিবার থেকেই এ রাজ্যে ঢুকছেন। তাঁরা যাতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিশে না-যান, তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২০ ০৪:২৮
Share:

বিলি করা হচ্ছে ত্রাণ।—ফাইল চিত্র।

লকডাউনের জেরে বাংলার বিভিন্ন জায়গায় আটকে থাকা ভিন্ রাজ্যের শ্রমিকদের চিহ্নিত করে দু’বেলা তাঁদের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নবান্ন সূত্রের খবর, লকডাউনের পরে যে-সব শ্রমিক এ রাজ্যে ঢুকেছেন, বাধ্যতামূলক ভাবে তাঁদের ১৪ দিনের কোয়রান্টিনে পাঠানো হয়েছে। রাজ্যে আটকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের মতো ভিন্্ রাজ্য থেকে আসা শ্রমিকদেরও থাকা, খাওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছে স্থানীয় পুলিশ-প্রশাসন।

Advertisement

দিল্লি-সহ উত্তর ভারত থেকে হেঁটে আসা শ্রমিকেরা রবিবার থেকেই এ রাজ্যে ঢুকছেন। তাঁরা যাতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিশে না-যান, তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। সেই অনুযায়ী বীরভূম-সহ বিভিন্ন জেলায় যত শ্রমিক এসেছেন, তাঁদের আলাদা করে কোয়রান্টিনে পাঠানোর ব্যবস্থা করা হয়। এক পুলিশকর্তা জানান, বীরভূমে ৫০০ শ্রমিককে কোয়রান্টিনে পাঠানো হয়েছে।

শনিবার কেন্দ্রের তরফে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তার পরে ফের একটি নির্দেশে দিল্লি বিভিন্ন রাজ্যকে জানায়, লকডাউনে বাড়ি ফিরতে না-পেরে রাস্তায় আটকে পড়া শ্রমিকদের থাকা, খাওয়া ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই অনুযায়ী কলকাতা পুলিশ এবং সব জেলা পুলিশই মঙ্গলবার থেকে এই ব্যবস্থা চালু করেছে।

Advertisement

লালবাজার ও নবান্ন জানায়, প্রতিটি থানা আটকে পড়া শ্রমিকদের আশ্রয়স্থল চিহ্নিত করেছে। মঙ্গলবার থেকেই ওই সব শ্রমিকের খাবারের ব্যবস্থা করা হয়েছে পুলিশের মাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement