Coronavirus Lockdown

West Bengal Lockdown: জমায়েত করেই বিধিভঙ্গের বিরুদ্ধে প্রচার, বোলপুরে নিয়মভঙ্গ অভিযুক্ত নিয়মরক্ষকেরাই

নিয়মরক্ষকেরাই যদি তার তোয়াক্কা না করেন, তবে কে ব্যবস্থা নেবে? এমন প্রশ্নই করছেন বোলপুরের মানুষজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২২ মে ২০২১ ২২:৩৮
Share:

শনিবার প্রকাশ্যে নিয়মভঙ্গ করলেন বোলপুরের প্রশাসনিক আধিকারিকদের একাংশ৷ —নিজস্ব চিত্র।

করোনার সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে কার্যত লকডাউন চলাকালীন জমায়েত করা নিষেধ। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সচেষ্ট প্রশাসন। তবে নিয়মরক্ষকেরাই যদি তার তোয়াক্কা না করেন, তবে কে ব্যবস্থা নেবে? এমন প্রশ্নই করছেন বোলপুরের মানুষজন। কারণ, শনিবার প্রকাশ্যে নিয়মভঙ্গ করলেন বোলপুরের প্রশাসনিক আধিকারিকদের একাংশ৷

Advertisement

শনিবার রাতে বোলপুর চৌরাস্তা মোড় এলাকায় হাজির হন বোলপুরের প্রশাসনিক আধিকারিকেরা। করোনা নিয়ে সচেতনতার বার্তা দেওয়া ছাড়াও বিধিনিষেধ চলাকালীন নিয়মভঙ্গ করলে কী কী শাস্তি হতে পারে, তা নিয়ে প্রচার করেন তাঁরা। কিন্তু, সেই প্রচারে চোখে পড়ার মতো জমায়েত করলেন খোদ প্রশাসনিক আধিকারিকেরাই। বোলপুরসভার, পুলিশকর্মী মিলিয়ে জড়ো হলেন প্রায় ১০০ জন৷ শনিবারের জমায়েতে ছিলেন বোলপুর থানার আইসি সুমন্ত বিশ্বাস, মহকুমাশাসক মানস হালদার এবং পুরসভার প্রশাসনিক প্রধান পর্ণা ঘোষ। যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে মুখে কুলুপ আঁটেন বোলপুরের এসডিও মানস হালদার। অন্য দিকে, বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী আনন্দবাজার ডিজিটালকে বলেন, “আপানাদের কাছে ছবি থাকলে তা পাঠান। আমরা দেখছি বিষয়টা ঠিক কী হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement