West Bengal Lockdown

সমস্যা জানিয়ে গুচ্ছ চিঠি বিরোধীদের

মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সোমেনবাবু, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এবং 'সেভ ডেমোক্র্যাসি'র তরফে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ও চঞ্চল চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০১:৫৩
Share:

ছবি: পিটিআই।

লকডাউনের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমস্যা ও অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো অব্যাহত বিরোধী দলগুলির তরফে। এরই মধ্যে প্রতীকী প্রতিবাদ হিসেবে আজ, শনিবাম এন্টালি মার্কেটের সামনে আধ ঘণ্টার জন্য দূরত্বের নীতি মেনে অবস্থানে বসার কথা বাম নেতাদের। এআইসিসি লকডাউনের মধ্যে প্রকাশ্য কর্মসূচিতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আপাতত আমন্ত্রণ পেয়েও ওই কর্মসূচিতে থাকছে না প্রদেশ কংগ্রেস। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে শুক্রবার এই বিষয়ে কথা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বিরোধী দলনেতা আব্দুল মান্নানের।

Advertisement

মূলত আরও বেশি পরীক্ষা, আক্রান্ত ও মৃতদের সংখ্যা সম্পর্কে ‘বিভ্রান্তি’ তৈরি না করা এবং সব বিপন্ন মানুষের কাছে খাদ্য ও ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি জানিয়েই এ দিন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সোমেনবাবু, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এবং 'সেভ ডেমোক্র্যাসি'র তরফে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ও চঞ্চল চক্রবর্তী। পঞ্চায়েত দফতরের অধীন ‘জীবিকা সেবক’রা বিনা ভাতায় কাজ করে যাচ্ছেন এবং এখন তাঁদের কোয়রান্টিন সেন্টারে সুপারভাইজারের কাজে লাগানো হচ্ছে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। করোনা পরিস্থিতির সুযোগে কেন্দ্রীয় ও রাজ্য অর্থ কমিশন যাতে পুরসভাগুলিকে তাদের প্রাপ্য আর্থিক অনুদান থেকে বঞ্চিত না করে, তা দেখার অনুরোধ জানিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র ও রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় রেলমন্ত্রী এবং রেল স্ট্যান্ডিং কমিটির কাছে চিঠি পাঠিয়ে আর্জি জানিয়েছেন, লকডাউন উঠলে পরিযায়ী শ্রমিকদের ট্রেনে বিনামূল্যে সংরক্ষণ করিয়ে নিজেদের রাজ্যে ফেরানো হোক এবং সরকারি কোয়রান্টিন শিবিরে পাঠানো হোক। এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্যেরও দাবি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে চাপান-উতোরে পরিযায়ী শ্রমিকদের সমস্যা যেন অবহেলিত না হয়।

Advertisement

আরও পড়ুন: গোষ্ঠী সংক্রমণ রুখতে এগরাই মডেল, আরও বেশি কোয়রান্টিনে জোর মুখ্যমন্ত্রীর

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement