West Bengal Lockdown

রেশন-টুইট, পাল্টা জবাব মুখ্যসচিবের

লকডাউন চালু হওয়ার পরে রেশনে চাল, গম বিলি করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০৫:৩৮
Share:

ছবি: সংগৃহীত।

রেশন বিলিতে ‘অনিয়মের’ অভিযোগ তুলে শনিবার দুপুরে টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে রাজ্যের মুখ্যসচিবকে উল্লেখও করেছিলেন তিনি। রাতেই মুখ্যসচিব রাজীব সিংহ তাঁর জবাব রাজভবনে পাঠিয়েছেন বলে খবর। তাতে অভিযোগ শুধু খারিজই করেননি তিনি, বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেছেন মুখ্যসচিব। রাজ্যপাল ও নবান্নের সংঘাত নতুন নয় কিন্তু বিপদের পরিস্থিতিতেও এ দিন যে ভাবে রাজ্যপাল নবান্নকে অভিযুক্ত করেছেন, তাতে ‘ক্ষুব্ধ’ নবান্নের শীর্ষ মহল। বস্তুত, লকডাউন চালু হওয়ার পরে রেশনে চাল, গম বিলি করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ-ও বলেছেন, রেশন বিলিতে কোনও প্রকার রাজনৈতিক রং দেখা হবে না।

Advertisement

রাজ্যপালের টুইটে বলা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় গরিবের জন্য বরাদ্দ খাদ্যশস্য বণ্টনে দুর্নীতি ও অনিয়ম উদ্বেগজনক। এ ব্যাপারে মুখ্যসচিবের কাছে জরুরি ব্যাখ্যা চাওয়া হয়েছে।’’ নবান্নের খবর, মুখ্যসচিব চিঠিতে রাজ্যের সক্রিয়তার উল্লেখ করে লিখেছেন, ৯০ শতাংশের বেশি রাজ্যবাসী বিনামূল্যে রেশন পাচ্ছেন এবং ৬ মাস তা পাবেন। কেন্দ্রের থেকে রাজ্যের প্রয়োজনীয় খাদ্যশস্য এখনও মেলেনি বলেও জানান তিনি। রেশনে ‘অনিয়ম’ দেখলে পুলিশ-প্রশাসনের পদক্ষেপের কথাও তিনি লিখেছেন বলে খবর।

আরও পড়ুন: বাতিল হতে চলেছে হজ, টাকা সুরক্ষিতই

Advertisement

খাদ্য দফতরও ‘অভিযুক্ত’ রেশন ডিলারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে। সূত্রের খবর, লকডাউনের পরে নানান অভিযোগে ২২৪ জন রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে ১৯০ জন ডিলারকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে, ২৫ জন ডিলারকে সাময়িক বরখাস্ত এবং ৬ জনকে জরিমানা করা হয়েছে। ৩ জন রেশন ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘রেশন গ্রাহকদের বঞ্চিত করা যাবে না। দরকারে কড়া ব্যবস্থা নেব।’’ মে মাসে জনপ্রতি ৫ কেজি চাল দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement