West Bengal Lockdown

রাজ্যপালের বিরুদ্ধে দিল্লিতে ফের নালিশ নবান্নের

রাজ্যের চার বিজেপি সাংসদের পক্ষে মুখ খুলে লোকসভার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাজ্যপাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০৫:৪৩
Share:

—ফাইল চিত্র।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে শনিবার ফের কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাল রাজ্য সরকার। রাজ্যে গণবন্টন ব্যবস্থা নিয়ে এ দিন রাজ্যপালের দু’টি টুইটের পরিপ্রেক্ষিতেই এই অভিযোগ। এ দিন তৃণমূলের সংসদীয় দলের তরফেও লোকসভার স্পিকারের কাছে রাজ্যপালের কাজকর্ম সম্পর্কে অসন্তোষ জানানো হয়েছে।

Advertisement

রাজ্যে রেশন ব্যবস্থায় দুর্নীতি ও কেলেঙ্কারি নিয়ে এ দিন জোড়া টুইট করে রাজ্যপাল বলেছেন, ‘‘গণবণ্টনের দুর্নীতি প্রতিদিনই বাড়ছে। সময়ে বন্ধ না হলে রাজ্যের অতীতের সমস্ত কেলেঙ্কারিকে তা লজ্জায় ফেলে দেবে।’’ তার পরেই সরকারের তরফে রাজ্যপালের ভূমিকা নিয়ে এই অভিযোগ জানানো হয়েছে। রাজ্যের বক্তব্য, করোনা মোকাবিলার মধ্যে সহযোগিতার বদলে রাজ্যপাল ধারাবাহিক ভাবে ‘রাজনৈতিক’ ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো-কনফারেন্সেও রাজ্যপালের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার রাজ্যের চার বিজেপি সাংসদের পক্ষে মুখ খুলে লোকসভার স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রাজ্যপাল। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করার কথা উল্লেখ করেছিলেন তিনি। ২৪ ঘণ্টা না কাটতেই তা নিয়ে লোকসভার স্পিকারের কাছে নিজেদের বক্তব্য জানিয়েছে তৃণমূল। এ দিন রাজ্যের গণবণ্টন নিয়ে ফের আক্রমণাত্মক টুইট করেন রাজ্যপাল। লোকসভা শুরু হলে রাজ্যপালের ‘বিপজ্জনক কাজকর্ম’ নিয়ে সংসদে আলোচনা চাওয়া হবে বলেও সুদীপবাবু জানান। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা সব থেকে স্বচ্ছ। করোনার সময় রাজ্যপাল যে ভাবে রাজ্য সরকারের সমালোচনায় নেমেছেন, তাতে এই পদই কলঙ্কিত হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন: লকডাউনে প্রতিবাদ, গ্রেফতার বিমানেরা

রাজ্যপাল টুইটে আরও বলেছেন, ‘‘প্রভাবশালীদের জড়িয়ে পড়ার ঘটনায় লোক দেখানো পদক্ষেপে কাজ হবে না। পূর্ণাঙ্গ তদন্তেই গরিবের প্রাপ্য লুটের সঙ্গে জড়িত হাঙরদের ধরা যাবে।’’ সুদীপবাবু বলেন, ‘‘এই রাজ্যপালের কাজকর্ম গণতন্ত্রের জন্য বিপজ্জনক। আগেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তা নিয়ে কথা বলেছি। লোকসভায় ফের এ নিয়ে আলোচনা চাইব।’’


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement