দোকানগুলিকে নির্দেশ দেওয়া হয় ৬ ফুট দূরত্ব রেখে দোকানের সামনে গোল দাগ দিতে। নিজস্ব চিত্র
সকালবেলা বেলাগাম ভিড়ের জেরে মদের দোকানে ঝাঁপ পড়লেও, সুরাপায়ীদের স্বস্তি দিয়ে সোমবার বিকেলে ফের খুলল মদের দোকান। রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, কলকাতা শহরের বেশ কয়েকটি দোকানকে চিহ্নিত করা হয়েছে। সেগুলি ফের বিকেল ৩টে থেকে খোলার সম্মতি দেওয়া হয়। এ দিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই দোকানগুলি খোলা থাকবে।
এ দিন মদের দোকান খোলার ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, কনটেনমেন্ট জোনের বাইরে সমস্ত জায়গায় ‘স্ট্যান্ড অ্যালোন’ দোকান খোলা যাবে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা থাকবে। সামাজিক দূরত্ব বিধি মেনে মদ বিক্রি করতে হবে। পাশাপাশি কোনও ক্রেতাকে দু’বোতলের বেশি মদ বিক্রি করা যাবে না।
সূত্রের খবর, এ দিন সকালে মদের দোকান খোলার আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দোকানের সামনে ব্যাপক ভিড় হয়। শিকেয় ওঠে সামাজিক দূরত্ববিধি। কালীঘাট, হাজরা, ভবানীপুর-সহ শহরের বিভিন্ন জায়গায় পুলিশ ভিড় সামলাতে হিমশিম খায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এই আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় মদের দোকান।
এর পরেই আবগারি দফতরের কর্তারা বৈঠক করেন পুলিশের সঙ্গে। চারু মার্কেট থানায় আবগারি আধিকারিকরা যান। অন্যান্য থানাতেও যান তাঁরা। সেখানে গিয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। তার পর ৩টে থেকে দোকান খোলার সিদ্ধান্ত হয়। তবে দোকানগুলিকে নির্দেশ দেওয়া হয় ৬ ফুট দূরত্ব রেখে দোকানের সামনে গোল দাগ দিতে হবে। সেই সঙ্গে মাস্ক না থাকলে মদ বিক্রি করা হবে না বলেও নোটিস টাঙাতে হবে দোকানের বাইরে।
আরও পড়ুন: রাজ্যে সপ্তাহ জুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
সেই মতো শহরের বিভিন্ন প্রান্তে দোকানগুলো প্রস্তুত করা হয়। সূত্রের খবর, রেশনের লাইনের মতোই সুরার দোকানেও ক্রেতাদের লাইন সামলাবে পুলিশ। তাই আবগারি দফতরের পাশাপাশি স্থানীয় থানার ছাড়পত্র পাওয়ার আগে দোকান খুলতে পারবেন না কেউই। মদের উপর ৩০ শতাংশ বাড়তি বিক্রয় কর ধার্য করা হয়েছে। দামের সেই নতুন তালিকা দোকানের বাইরে টাঙিয়ে রাখতে হবে।
আরও পড়ুন: মদের দোকান খুলতেই হুলস্থুল, দিল্লিতে লাঠি, ঝাঁপ পড়ল কলকাতায়
আবগারি দফতর সূত্রে খবর, ‘স্ট্যান্ড অ্যালোন’ অর্থাৎ কোনও শপিং মল বা মার্কেট কমপ্লেক্সের মধ্যে নয় এমন দোকানকেই খোলার অনুমতি দেওয়া হচ্ছে। তবে কনটেনমেন্ট জোনে কোনও দোকান খুলবে না। সোমবার পর্যন্ত ছাড় পাওয়া ২২টি দোকান মূলত মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতায় অবস্থিত। উত্তর কলকাতার কোনও দোকান এই তালিকায় নেই।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)