ছবি: সংগৃহীত।
বর্ধিত লকডাউনে রাজ্যের কোথায় কী ধরনের গতিবিধিতে ছাড় দেওয়া হবে, তা স্থির করতে আজ, সোমবার বৈঠকে বসছে রাজ্য সরকার। নবান্নের খবর, প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনার পরে ছাড় নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে রাজ্য।
সাম্প্রতিক দু’টি নির্দেশিকায় বিভিন্ন ধরনের গতিবিধিতে ছাড় দিতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তা রূপায়ণের দায়িত্ব রাজ্যেরই। গত সপ্তাহে রাজ্য ঘোষণা করেছিল, কোথায় কী কী দোকান খোলা ও যানবাহন চালু করা যায়, জেলাশাসক, পুলিশ সুপার এবং পরিবহণ দফতর সমীক্ষা করে দেখবেন। তার পরে বিধি স্থির করে শনিবার নির্দেশিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু হয়নি। বসে খাওয়া বা পান করার দোকান ও রেস্তরাঁ খোলা হচ্ছে না। তবে সব ঠিক থাকলে রাজ্য সরকার আজ, সোমবার মদের দোকান খুলে দিতে পারে। এবং তা শুধু দিশি বা বিলিতি মদের ‘অফ শপ’ বিক্রির জন্য। অর্থাৎ দোকানে গিয়ে মদ কিনে নিয়ে চলে যেতে হবে। দোকান যদি খোলেও, মদ পেতে বেলা গড়িয়ে যেতে পারে। লকডাউন পর্বে সব ধরনের মদের উপরে ৩০% বাড়তি কর চাপিয়েছে রাজ্য। ফলে বাড়তি দাম দিয়ে মদ কিনতে হবে। দোকানের সামনে ছ’ফুট দূরত্বের গণ্ডি কেটে দেওয়া হবে। মদ বিক্রিতে যাতে পারস্পরিক দূরত্বের বিধিভঙ্গ না-হয়, তা নিশ্চিত করার জন্য পুলিশের সাহায্য নেওয়া যাবে। হাতশুদ্ধির ব্যবস্থা রাখতে হবে দোকানে। টোকেন বিলি করে ‘নো মাস্ক, নো লিকার’ নীতিতে মদ বিক্রি হবে। কন্টেনমেন্ট জ়োনে মদের দোকান খুলবে না।
আরও পড়ুন: করোনায় প্রাণহানি পঞ্চাশ ছুঁল রাজ্যে
আরও পড়ুন: আত্মীয়েরা গরহাজির, শ্মশানসঙ্গী তাই ইলিয়াস-ইউনিস
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)