West Bengal Lockdown

অনশন-অবস্থানে শ্রমিক, পড়ুয়ারা

পরিযায়ী-সহ সব শ্রমজীবী মানুষের প্রতি সরকারের উদাসীনতার প্রতিবাদে কাল, মঙ্গলবার দেশ জুড়ে ‘প্রতিবাদ দিবস’ পালনের ডাক দিয়েছে সিটু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ০৩:০৬
Share:

সরকারের কাছে দাবিদাওয়া নিয়ে সিপিআই (এমএল) লিবারেশনের শ্রমিক ও ছাত্র সংগঠনের কর্মসূচি। —নিজস্ব চিত্র।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, কাজ হারানো অসংগঠিত শ্রমিকদের ভাতা এবং পর্যাপ্ত রেশনের দাবিতে শনি ও রবিবার অনশন অবস্থান করল এআইসিসিটিইউ, এআইকেএম এবং আয়ালা। ওই দাবিগুলির সমর্থনে এবং ছাত্রছাত্রীদের জন্যও বিশেষ ত্রাণ প্যাকেজের দাবিতে রবিবার অনশন করল আইসা। কাজ হারানো অসংগঠিত শ্রমিকদের জন্য ন্যূনতম ১০ হাজার টাকা ভাতার দাবি তুলেছে ওই সংগঠনগুলি। কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের পড়ুয়ারা এবং শ্রমিক, কৃষক, খেতমজুর— যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানেই ওই অনশন কর্মসূচি পালন করেন। পরিযায়ী-সহ সব শ্রমজীবী মানুষের প্রতি সরকারের উদাসীনতার প্রতিবাদে কাল, মঙ্গলবার দেশ জুড়ে ‘প্রতিবাদ দিবস’ পালনের ডাক দিয়েছে সিটু। ওই দিনই হস্টেল ফি মকুব-সহ লকডাউনে বিপন্ন ছাত্রছাত্রীদের নানা দাবি নিয়ে বাড়ি থেকেই সরব হবেন এসএফআই কর্মীরা।

Advertisement

আরও পড়ুন: গ্রিন জোন পূর্ব বর্ধমানেও এ বার ঢুকে পড়ল করোনা


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement