প্রতীকী ছবি।
রেশনে যাঁরা আগে দু’টাকা কেজি দরে চাল পেতেন, তাঁদের সবাই মাসে জনপ্রতি পাঁচ কেজি করে চাল পাবেন। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই চাল বিনামূল্যে পাওয়া যাবে। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী জেলাশাসক ও পুলিশ সুপারদের এই চাল বিলি তদারকি করার নির্দেশ দিয়েছেন। রেশন দোকানে ভিড় এড়াতে ১০০ দিনের কর্মীদের কাজে লাগিয়ে পাঁচ কেজি চালের প্যাকেট দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রেশনের চাল লুট করে অনেকে ত্রাণ দিচ্ছেন। যে-দলেরই হোক, আমি কিন্তু ছাড়ব না। যদি ত্রাণ দিতেই হয়, নিজের পকেটের টাকায় দিন। রেশন গ্রাহকেরা সরকারি চাল পাবেন।’’ পুর কাউন্সিলার ও পঞ্চায়েত সদস্যেরা অনেক জায়গায় চাল চেয়ে চাপ দিচ্ছেন বলে আগেই সরকারের কাছে অভিযোগ জানিয়েছিল রেশন ডিলারদের সংগঠন। সরকার যে রেশনে চাল বিলি নিয়ে তৎপর, তা বোঝাতে মুখ্যমন্ত্রী এ দিন নিজেই ভবানীপুর এলাকায় একটি রেশন দোকানে পরিদর্শনে যান।
রাজ্যে প্রায় সাড়ে আট কোটি মানুষ বিনা পয়সায় ছ’মাস রেশনে চাল পাবেন। এর আগে সরকার ২ কেজি চাল ও ৩ কেজি গম বা আটা দেওয়ার কথা ঘোষণা করেছিল। এপ্রিলে কোথাও কোথাও দু’বারে তা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কেন্দ্রের চালে কী হবে, সিদ্ধান্ত ঝুলেই
আরও পড়ুন: আটকে পড়া শ্রমিকদের ‘স্নেহের পরশ’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)