West Bengal Lockdown

গৃহসহায়িকাদের আর্জি

জীবিকার এই সঙ্কটে সহায়তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল পশ্চিমবঙ্গ গৃহসহায়িকা ইউনিয়ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ০৩:১৩
Share:

পিটিআইয়ের তোলা প্রতীকী ছবি।

লকডাউনের মধ্যে ট্রেন-বাস বন্ধ থাকায় কাজে বেরোতে পারছেন না তাঁদের অনেকে। আবার যাঁরা কাছাকাছি থাকেন, তাঁদেরও বড় অংশকে করোনা পরিস্থিতিতে কাজে আসতে বারণ করেছেন গৃহকর্তা বা কর্ত্রীরা। জীবিকার এই সঙ্কটে সহায়তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল পশ্চিমবঙ্গ গৃহসহায়িকা ইউনিয়ন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সংগঠনের তরফে শিল্পী সরকার, তরুণ ভরদ্বাজ ও ইন্দ্রজিৎ ঘোষের আবেদন, গৃহসহায়িকাদের পরিবারের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য আর্থিক সহায়তা, খাদ্যশস্য এবং লকডাউন মিটলে কাজে যোগ দিতে যাতে সমস্যা না হয়, সেই বিষয়গুলি যেন সরকার দেখে। গৃহকর্তা-কর্ত্রীদের কাছেও সহায়িকাদের আর্জি, লকডাউনের সময়ে কোনও মাসের বেতন যেন না কাটা হয় এবং কাজ করার সময়ে মাস্ক, স্যানিটাইজার দিয়ে তাঁদের সুরক্ষার প্রতি নজর দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন: রাজ্যের জবাবে ফের রুষ্ট রাজ্যপাল, পাল্টা তৃণমূলের

আরও পড়ুন: রেলের কাছে সুরক্ষার দাবি

Advertisement


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement