ছবি: পিটিআই।
লকডাউন পর্বে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে বিদ্য়ুৎ মাসুল মকুবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিলেন বিজেপির যুব মোর্চার কেন্দ্রীয় সম্পাদক সৌরভ সিকদার। তাঁর অভিযোগ, লকডাউন পর্বে গ্রাহকদের মিটার রিডিং নেওয়ার ব্যবস্থা অনেক ক্ষেত্রেই বন্ধ। কিন্তু গ্রাহকদের ফোনে মেসেজ করে বিলের টাকার অঙ্ক জানিয়ে দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘‘মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়েও ফল হয়নি। তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলাম। আমরা চাই, সিইএসসি এবং রাজ্য সরকার লকডাউন পর্বে বিদ্যুৎ মাসুল মকুব করুক।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)