Health Commission

Health Commission: চেস্ট এক্সরে ৪০০-তেই, কোভিডে প্যাথোলজিক্যাল টেস্টের খরচ বেঁধে দিল স্বাস্থ্য কমিশন

সরকারি-বেসরকারি, সব হাসপাতালের জন্যই এই নির্দেশিকা। চেস্ট এক্সরে-সহ অন্যান্য টেস্টের খরচও বেঁধে দেওয়া হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১৮:১৬
Share:

—প্রতীকী চিত্র।

করোনা পরিস্থিতিতে এ বার প্যাথোলজিক্যাল টেস্টের খরচ বেঁধে দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। সরকারি এবং বেসরকারি হাসপাতাল, দু’ক্ষেত্রেই খরচ বেঁধে দেওয়া হয়েছে। অতিমারিতে সাধারণ মানুষের সুরাহার কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

Advertisement

শুক্রবার স্বাস্থ্য কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, কোভিড চিকিৎসায় চেস্ট এক্সরে, এইচআরসিটি-র মতো বিভিন্ন টেস্ট করতে হয় রোগীদের, যা অনেকটাই খরচ সাপেক্ষ। কোভিড চিকিৎসার পাশাপাশি টেস্ট করাতে তাই সমস্যায় পড়েন অনেকে। সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।

স্বাস্থ্য কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বার থেকে চেস্ট এক্সরে করাতে ৪০০ টাকা খরচ পড়বে। সিটি পালমোনারি অ্যাঞ্জিয়োগ্রাফির ক্ষেত্রে খরচ পড়েব ১০ হাজার টাকা। চেস্ট এইচআরসিটি-র খরচ ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজার ২০০-র মধ্যে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement