Road Tax

পথ-কর জমা দেওয়ার সময় বাড়াল রাজ্য

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৬:০১
Share:

প্রতীকী ছবি

করোনা-আবহে বাস ও মিনিবাস ছাড়া অন্য যানবাহনের ক্ষেত্রে পথ-কর মেটানোর সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হল। ফলে ওই সময়সীমার মধ্যে বকেয়া কর মিটিয়ে দিলে কোনও জরিমানা দিতে হবে না। এর আগে পথ-কর দেওয়ার সময়সীমা ছিল ৩০ জুন। ফলে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার কারণে অনেককেই চড়া হারে জরিমানার টাকা জমা দিতে হচ্ছিল।

Advertisement

রাজ্য সরকারের এই নির্দেশের ফলে অটো, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, ট্রাক-সহ বিভিন্ন যানবাহন ওই সুবিধা পাবে। ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পথকর জমার মেয়াদ বাড়াতে সরকারকে চিঠি দিয়েছিলাম। এই নির্দেশের ফলে অ্যাপ-ক্যাব ছাড়াও পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত অনেকেই উপকৃত হবেন।’’

তবে বেসরকারি বাস এবং মিনিবাসকে এখনই ওই ছাড়ের আওতায় আনা হয়নি। বাসমালিক সংগঠনগুলি নানাবিধ কর ছাড়ের দাবি নিয়ে আগেই সরকারের কাছে আবেদন জানিয়েছে। চলতি সপ্তাহে তা নিয়ে সরকারি সিদ্ধান্ত জানানো হতে পারে। এ প্রসঙ্গে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় এবং সিটি সাব-আর্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‘জরিমানা মকুবের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তবে আমরা পুরোপুরি কর ছাড়ের আবেদন রেখেছি। আশা করি সরকার সেই দাবি বিবেচনা করবে।’’ ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘সেপ্টেম্বর পর্যন্ত জরিমানা মকুবের নির্দেশ ইতিবাচক। আশা করছি, বাসের ক্ষেত্রে পুরোপুরি কর ছাড়ের দাবি নিয়েও সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে।’’

Advertisement

কর ছাড়ের মেয়াদ বৃদ্ধির কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে লকডাউন পর্বে পরিবহণ শিল্পের দুরবস্থার কথা বলা হয়েছে। লকডাউন-বিধি শিথিল হওয়ার আগে প্রায় দু’মাস গণপরিবহণ সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে অনেকেই আর্থিক সঙ্কটের মুখোমুখি হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement