প্রতীকী ছবি।
সরাসরি ট্যাব নয়, এ বার তার মূল্য ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রাজ্য সরকার।
আগেই সরকার ঘোষণা করেছিল, রাজ্যের উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সুবিধার্থে ট্যাব দেওয়া হবে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিকল্প ব্যবস্থায় সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা পাঠিয়ে দেবে সরকার। তিন সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে বলে হয়েছে। এ জন্য মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটিও তৈরি করেছে রাজ্য।
সরকারের দাবি, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এখন চিনা পণ্য কেনা বন্ধ রয়েছে। আবার দরপত্র ডেকে ট্যাব কেনার পদ্ধতিতে সমস্যা হচ্ছে। কারণ, ট্যাব পেতে পারেন, রাজ্যে ১৪ হাজার উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসায় এমন ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে ন’লক্ষ। কিন্তু টেন্ডারের মাধ্যমে কিনতে হলে এক-দেড় লক্ষের বেশি ট্যাব জোগাড় করা যাচ্ছে না। সেই কারণে প্রত্যেককে ১০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।