রেশন দুর্নীতি মামলায় হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। —ফাইল চিত্র।
রেশন দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। রিপোর্টে রাজ্য জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। চার্জশিট দাখিল হয়েছে ৬৫টি মামলায়। ২০টি মামলায় তদন্ত চলছে।
সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে রিপোর্ট জমা দেয় রাজ্য। তাদের রিপোর্টের ভিত্তিতে ইডিকে নিজেদের বক্তব্য জানাতে বলছে আদালত। আদালত জানিয়েছে ১৭ জুনের মধ্যে নিজেদের বক্তব্য জানাক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশিই কোর্ট জানিয়েছে, আগে যে মামলাগুলির তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশই বহাল থাকবে। আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানি।
বাংলায় রেশন সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্ত করছে ইডি। তদন্তে নেমে ইতিমধ্যেই তারা গ্রেফতার করেছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী তথা চাল-গমের মিল মালিক বাকিবুর রহমান এবং বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকেও। রেশন দুর্নীতি মামলার তদন্তেই গত ৫ জানুয়ারি সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডিকে। ওই মামলায় ইডি আদালতে অভিযোগ করেছিল, রেশন সংক্রান্ত মামলাগুলির ব্যাপারে রাজ্য পুলিশের কাছ থেকে উত্তর চেয়েও পাওয়া যায়নি। ২০১৬ সাল থেকে ২০২৩ সালের মধ্যে পুলিশের কাছে ছ’টি এফআইআর দায়ের হওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি। এ সব অভিযোগের ভিত্তিতে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল কোর্ট।