পুজোর মরসুমে ডেঙ্গি-যুদ্ধে তৈরি পর্ষদ

স্বাস্থ্য ভবনের আধিকারিকদের একাংশ জানান, রাজ্যে এখন ২০টি জায়গায় রক্তের উপাদান পৃথক করার ব্যবস্থা আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১০
Share:

প্রতীকী ছবি।

পুজোর মরসুমে ডেঙ্গির মোকাবিলায় পর্যাপ্ত প্লেটলেট বা অণুচক্রিকা জোগান দেওয়ার নীল নকশা নিয়ে তৈরি স্বাস্থ্য দফতরের রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ। স্বাস্থ্য ভবনের খবর, পরিকাঠামোর অভাবে কোথাও যাতে প্লেটলেটের অভাব দেখা না-দেয়, সেই জন্যই এই ব্যবস্থা।

Advertisement

স্বাস্থ্য ভবনের আধিকারিকদের একাংশ জানান, রাজ্যে এখন ২০টি জায়গায় রক্তের উপাদান পৃথক করার ব্যবস্থা আছে। সেখানে প্লেটলেট, প্লাজ়মা, পিআরবিসি জোগানে কোনও সমস্যা নেই। কিন্তু ডেঙ্গি-প্রবণ যে-সব জায়গায় এখনও সেই পরিকাঠামো গড়া সম্ভব হয়নি, সেখানে পতঙ্গবাহিত রোগের মোকাবিলায় প্লেটলেট জোগাতে তৎপর হয়েছে রক্ত সঞ্চালন পর্ষদ। জনস্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্লেটলেট মজুত করা প্রয়োজন, এমন ১৭টি ডেঙ্গি-প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। সেগুলি হল বনগাঁ, বারাসত, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, হাওড়া, কাকদ্বীপ, ঝাড়গ্রাম, তমলুক, সিউড়ি, পুরুলিয়া, জলপাইগুড়ি, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, বালুরঘাট, বারুইপুর, শ্রীরামপুর এবং টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতাল। স্বাস্থ্য ভবনের কিছু আধিকারিক জানান, প্রতিটি জায়গায় ৪৮ ইউনিট প্লেটলেট মজুত করা সম্ভব। এর পরেও জোগানে টান পড়লে স্বাস্থ্য ভবন থেকে রক্তের ইউনিট পাঠানোর ব্যবস্থা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement