Special Educator in Primary

প্রাথমিকে স্পেশ্যাল এডুকেটর নিয়োগের বিধির বিজ্ঞপ্তি প্রকাশ, ১০ বছর ওএমআর সংরক্ষণ!

মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার পরেই এই বিধি প্রকাশ হল। শনিবার রাজ্য সরকারের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে প্যানেল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার উপর জোর দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৭:৩৩
Share:
West Bengal Government issue gazette notification of special educator in Primary

প্রাইমারিতে স্পেশ্যাল এডুকেটর নিয়োগ বিধির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উচ্চ প্রাথমিকের পর এ বার রাজ্যে প্রাথমিক স্তরে স্পেশ্যাল এডুকেটর বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধির বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দফতর। মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার পরেই এই বিধি প্রকাশ করল রাজ্য সরকার।

Advertisement

শনিবার রাজ্য সরকারের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে প্যানেল প্রকাশ করার ক্ষেত্রে স্বচ্ছতার উপর জোর দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, পরীক্ষার্থীদের ওএমআর শিট অন্তত ১০ বছর সংরক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কারা আবেদন করতে পারবেন, আবেদনপত্রে কী কী থাকতে হবে তা-ও বিস্তারিত জানানো হয়েছে।

সংশ্লিষ্ট আবেদনকারীকে অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে। টেটে ৮০ নম্বর পাওয়া বাধ্যতামূলক। এখনও পর্যন্ত প্রাথমিকে ২৭০০টি স্পেশ্যাল এডুকেটর পদ শূন্য রয়েছে। এ বার সেই শূন্যপদে নিয়োগে তোড়জোড় শুরু হল। বিধিতে চুক্তিভিত্তিক স্পেশ্যাল এডুকেটর-এর জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের উল্লেখ রয়েছে। পাশাপাশি, কর্মরত স্পেশ্যাল এডুকেটরের জন্যও নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ থাকছে। বলা হয়েছে, যে সমস্ত প্রার্থী সমগ্র শিক্ষা মিশনের অধীনে স্পেশ্যাল এডুকেটর হিসেবে কাজ করছেন, তাঁরা ৫৫ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন।

Advertisement

রাজ্য সরকারের বিধি অনুযায়ী, ‘রিহ্যাবিলিটশনস কাউন্সিল অফ ইন্ডিয়া’ (আরসিআই) অনুমোদিত কোন‌ও প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেই কোনও প্রার্থী স্পেশ্যাল এডুকেটর পদে নিয়োগের পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন। প্যানেল প্রকাশে স্বচ্ছতা মানা হবে বলেও জানানো হয়েছে। প্যানেলে থাকা প্রত্যেক প্রার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তার উল্লেখ থাকবে। প্যানেলের শেষে যিনি থাকবেন, তাঁর মোট নম্বর জানানো হবে। উল্লেখ্য, স্পেশ্যাল এডুকেটর নিয়োগের দায়িত্বে থাকবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল।

স্পেশ্যাল এডুকেটর নিয়োগ নিয়ে রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানালেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি বলেন, ‘‘উচ্চ প্রাথমিকের পর প্রাথমিকে নিয়োগের জন্য গেজ়েট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য। কিন্তু প্রশ্ন হল নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে? সরকার তো এখন ওবিসির কথা বলে সব ক্ষেত্রেই নিয়োগ আটকে রেখেছে। আমরা চাই দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হোক।’’

গত বছর শেষের দিকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই প্রথম বার স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এত দিন পর্যন্ত কেবলমাত্র চুক্তির ভিত্তিতেই স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement