News Of The Day

লন্ডনে ভারতীয় হাই কমিশনে মমতার কর্মসূচি, তৃণমূলের গরহাজিরা-বৈঠক, আইপিএলে দিল্লি-লখনউ… আর কী

কেন্দ্রীয় সরকারের ‘ছাড়পত্র’ নিয়েই মমতা ছ’দিনের বিলেত সফরে গিয়েছেন। ফলে লন্ডনে তিনি ভারতের প্রতিনিধি। ভারতীয় হাই কমিশনে মমতার কর্মসূচির সমস্ত খবরে আজ নজর থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

লন্ডনে মুখ্যমন্ত্রী মমতার কর্মসূচি ভারতীয় হাই কমিশনে

Advertisement

লন্ডন সফরে আজ প্রথম কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লন্ডনস্থিত ভারতীয় হাই কমিশনের একটি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের ‘ছাড়পত্র’ নিয়েই মমতা ছ’দিনের বিলেত সফরে গিয়েছেন। ফলে লন্ডনে তিনি ভারতের প্রতিনিধি। গত বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বিলেতের মাটিতে ‘অশুভ শক্তি’ তাঁকে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা করেছে। সে বিষয়ে কিছু ইমেল, হোয়াটস্অ্যাপ চ্যাটও যে রাজ্য সরকারের হাতে রয়েছে, তা-ও জানিয়েছিলেন মমতা। সে দিনই মমতা বলেছিলেন, ‘‘আমি কিন্ত সেন্ট্রালের ক্লিয়ারেন্সে (কেন্দ্রের ছাড়পত্র) যাচ্ছি। মনে রাখবেন, ওখানে কিন্তু আমি ভারতের প্রতিনিধি।’’ ভারতীয় হাই কমিশনে মমতার কর্মসূচির সমস্ত খবরে আজ নজর থাকবে।

বিধায়কদের গরহাজিরা নিয়ে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক

Advertisement

আজ বৈঠক করবেন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভার সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনের শেষ দু’দিনে বিধায়কদের হাজিরা নিশ্চিত করতে ‘তিন লাইনের হুইপ’ জারি করেছিল তৃণমূল পরিষদীয় দল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই হুইপ দলের সিংহভাগ বিধায়ক মেনে নিলেও, বৃহস্পতিবার তা মানেননি দলের বিধায়কদের এক বড় অংশ। অনুপস্থিত তৃণমূল বিধায়কদের ওপর খুশি নয় তৃণমূল পরিষদীয় দল। তাই তাঁদের ভাগ্য ওই বৈঠকে নির্ধারিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফের রুশ-মার্কিন বৈঠক, দিশা কি মিলবে যুদ্ধবিরতির

রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে এখনও চূড়ান্ত কোনও আলোচনা হয়নি। এরই মধ্যে সোমবার ফের এক বার বৈঠকে বসছে রাশিয়া এবং আমেরিকা। সৌদি আরবের রিয়াধে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। ক্রেমলিনের দাবি, কৃষ্ণসাগরীয় অঞ্চলে জাহাজের নিরাপদে যাতায়াত নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। তবে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনার টেবিলে বসার জন্য ক্রমশ চাপ বৃদ্ধি পাচ্ছে রাশিয়ার উপর। আমেরিকার মধ্যস্থতায় দু’পক্ষই সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে যুদ্ধবিরতি কোন পথে কার্যকর হবে, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে সোমবার আমেরিকার সঙ্গে রাশিয়ার বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নতুন কোনও দিশা মেলে কি না, সে দিকে নজর থাকবে।

আইপিএলে দিল্লি বনাম লখনউ, দুই নতুন অধিনায়কের পরীক্ষা

আইপিএলে আজ অভিযান শুরু করছে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। দুই দলেই এ বার নতুন অধিনায়ক। দিল্লির দায়িত্বে অক্ষর পটেল। লখনউ অধিনায়ক করেছে ঋষভ পন্থকে। পুরনো দলের বিরুদ্ধে পরীক্ষা তাঁর। এটি দিল্লির হোম ম্যাচ। তবে দিল্লিতে খেলা নয়। ম্যাচ হবে তাদের দ্বিতীয় ঘরের মাঠ বিশাখাপত্তনমে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

শুষ্ক হতে পারে আবহাওয়া, আবার বাড়বে গরম

গত বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে চলছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশির ভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবার থেকে আবার পারদ চড়তে শুরু করবে। আগামী তিন দিন ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement