—ফাইল চিত্র।
শেষ পর্যন্ত জ্যোতি বসুর নামে গবেষণা ও সোশ্যাল স্টাডি কেন্দ্রের জন্য রাজারহাটে পুরনো জমিই সিপিএমকে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
রাজারহাটে পাঁচ একর জমির জন্য সিপিএমের তরফে প্রায় পাঁচ কোটি টাকা মিটিয়ে দেওয়া হলেও জমি হস্তান্তর আটকে ছিল ৮ বছর। বিধানসভার বিগত অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি ফেরানোর দাবি করেছিলেন সিপিএম নেতৃত্ব। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন।
সরকারি সূত্রের খবর, সোমবার হিডকো-র বোর্ড মিটিংয়ে পুরনো জমিই বসুর নামে বরাদ্দ করার সিদ্ধান্ত হয়েছে। তার পরে সেই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সিপিএমকে চিঠি পাঠিয়ে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে হিডকো। রাজ্যের এক মন্ত্রীর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন কোথাও কাউকে জমি দেওয়ার সিদ্ধান্তে মন্ত্রিসভার অনুমোদন লাগে। জ্যোতিবাবুর নামে স্টাডি সেন্টারের জন্য সেই পথই নেওয়া হয়েছে।’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।