নিজস্ব চিত্র
গত চার দিনে রাজ্যে চার গুণ বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় এখনই লকডাউনের পথে না হেঁটে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। বিমান চলাচলেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, ব্রিটেন থেকে বিমান চলাচল এখন সম্পূর্ণ বন্ধ থাকছে। এ ছাড়া কলকাতা থেকে দিল্লি ও মুম্বইয়ের বিমানও নিয়মিত চলবে না। সোম ও শুক্রবার - সপ্তাহে এই দুই দিন ওই দু'টি শহর থেকে বিমান ওঠানামা করতে পারবে কলকাতায়।
দেশের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মুম্বইতে। দিল্লিতেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। ফলে ওই দু'টি শহর থেকে নিয়মিত বিমান চলাচল করলে সংক্রমণ আরও বাড়বে বলেই মনে করছে রাজ্য। নবান্নের এক কর্তার কথায়, ‘‘এই মুহূর্তে রাজ্যে করোনার অবস্থা খুবই খারাপ। হু হু করে বাড়ছে সংক্রমণ। আর মুম্বই ও দিল্লিতেও করোনা বাড়ছে। ফলে সেখানকার যাত্রীদের মধ্যে সংক্রমণের আশঙ্কা থাকছে। আর তাঁরা এ শহরে এলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে। তাই সেখান থেকে বিমান বন্ধ না রেখে যতটা সম্ভব নিয়ন্ত্রিত করা হয়েছে।’’