Abhaya Crossing

ডোরিনার নাম রাখা হোক ‘অভয়া ক্রসিং’, মুখ্যমন্ত্রীকে ইমেল ডাক্তারদের মঞ্চের

গুগল ম্যাপে ‘অভয়া ক্রসিং’ খুঁজলে দেখা যাচ্ছে ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর! আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গত অক্টোবর মাসে এই ডোরিনা ক্রসিংয়েই শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের অনশন-অবস্থান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:১৫
Share:

ধর্মতলায় চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

আরজি করের নির্যাতিতার সম্মানে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে রাখা হোক ‘অভয়া ক্রসিং’! এ বার এমনটাই দাবি জানাল ডাক্তারদের মঞ্চ ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’। বুধবার এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেলও করেছেন চিকিৎসকেরা। এর মধ্যে আবার কোনও এক ব্যক্তি গুগল ম্যাপে ডোরিনার নামও বদলানোর চেষ্টা করেছেন! গুগল ম্যাপে ‘অভয়া ক্রসিং’ খুঁজলে এখন থেকেই দেখা যাচ্ছে ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর।

Advertisement

বুধবার ডাক্তারদের তরফে মুখ্যমন্ত্রীকে ইমেল করেন সংগঠনের সভাপতি কৌশিক চাকী, সচিব সঞ্জয় হোমচৌধুরী এবং সদস্য প্রমোদ রঞ্জন রায়। তাঁদের যুক্তি, গত ৯ অগস্ট আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই আরজি করের নির্যাতিতার নাম হয়ে উঠেছে ‘অভয়া’। এর পর থেকে নানা প্রতিবাদে এই নামটিই বহুল ভাবে ব্যবহৃত হয়েছে। ‘অভয়া’ শব্দের অর্থ আর শুধু নির্ভীকে সীমাবদ্ধ নেই, পাশাপাশি ন্যায়বিচার, নিরাপত্তা এবং সম্মানের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে শব্দটি। তাই ডাক্তারদের সংগঠনের দাবি, নির্যাতিতার সম্মানে ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে ‘অভয়া ক্রসিং’ রাখা হোক।

উল্লেখ্য, আরজি কর আন্দোলনে ডোরিনা ক্রসিং একটি গুরুত্বপূর্ণ নাম। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে অক্টোবর মাসে এই ডোরিনা ক্রসিংয়েই শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের অনশন-অবস্থান। সেই অনশনের দু’মাসের ব্যবধানে গত শুক্রবার থেকে ওই একই জায়গায় ফের অবস্থানে বসেছেন ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’ এবং ‘অভয়া মঞ্চ’-এর সদস্যেরা। ২৬ ডিসেম্বর রাত পর্যন্ত এই অবস্থান চলবে। অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম’-এর সদস্যরাও। এ বার তাঁরাই আর্জি জানালেন ডোরিনা ক্রসিংয়ের নাম বদলানোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement