রাজ্যের করোনা চিত্র
হাজারের কাছেই রয়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৯১৪ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত রয়েছে কলকাতায়। বেড়েছে মৃতের সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫। এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ছ’জন করে ১২ জনের।
রবিবারের পর রাজ্যে করোনা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯২ হাজার ৯০৮ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৪১। এখন রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ২৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন মোট ৯১৩ জন। শেষ কয়েকদিনের তুলনায় সামান্য বেড়েছে সুস্থতার হার। করোনা পরীক্ষার পরিমাণ শনিবারের তুলনায় সামান্য বেশি হলেও কমেছে সংক্রমণের হার। রবিবার সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.৯৩ শতাংশে।
জেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, এখনও সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ২৭৪ জন। তালিকায় তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা (৭৫), হাওড়া (৭৩) ও হুগলি (৫৮)-তে জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তবে অপেক্ষাকৃত কম সংক্রমণ রয়েছে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া জেলায়।
রাজ্যে এখনও টিকাকরণ চলছে পুরোদমে। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১০ লক্ষের বেশি মানুষ। এখনও রাজ্যে মোট টিকা পেয়েছেন সাত কোটি ৭৪ লক্ষ ৮৩ হাজার ৪২৩ জন। এখনও উৎসবের মরসুম চলছে রাজ্যে। সামনেই রয়েছে কালীপুজো, ছটপুজোর মতো উৎসব। যদিও সরকারি নির্দেশিকায় রবিবার থেকেই চালু হয়েছে লোকাল ট্রেন। সব মিলিয়ে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই সর্বত্র কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।