Mohammed Shami

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না শামির, থাকবেন বাংলা দলের সঙ্গেই

বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বে সব ম্যাচই খেলবেন শামি। ফলে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতেই থাকছেন শামি। তাই কোনও ভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে যাওয়া হচ্ছে না তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৭:১৩
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

মহম্মদ শামি এখনই অস্ট্রেলিয়া যাচ্ছেন না। বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বে সব ম্যাচই খেলবেন তিনি। ফলে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতেই থাকছেন শামি। তাই কোনও ভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে যাওয়া হচ্ছে না তাঁর।

Advertisement

গত বছর এক দিনের বিশ্বকাপের ফাইনালের পর থেকে ভারতীয় দলের বাইরে শামি। গোড়ালির চোট নিয়ে ভুগছিলেন তিনি। অস্ত্রোপচার করানো হয়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর সুস্থ হয়ে ওঠেন। বাংলার জার্সিতে ক্রিকেটে ফেরেন শামি। প্রথমে রঞ্জি খেলেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাঁর বোলিং নজর কাড়ে। লাল বলের পর সাদা বলেও খেলা শুরু করেছেন শামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলেছেন। জানা গেল, বাংলার হয়ে আরও চারটি ম্যাচ খেলবেন। ফলে শামিকে এখনই অস্ট্রেলিয়ায় পাঠানোর ভাবনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের।

মুস্তাক আলি ট্রফিতে বাংলা এখনও পর্যন্ত অপরাজিত। প্রথম তিনটি ম্যাচই জিতেছে তারা। শামি প্রথম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ২১ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন তিনি। বুধবার তৃতীয় ম্যাচে শামি মিজ়োরামের বিরুদ্ধে ৪ ওভারে ৪৬ রান দিলেও কোনও উইকেট নিতে পারেননি। তাতে যদিও দলের জিততে কোনও অসুবিধা হয়নি।

Advertisement

বুধবারের ম্যাচে মিজ়োরাম প্রথমে ব্যাট করে ১৫৭ রান তোলে। মোহিত জ্যাংরা ৮০ রান করে অপরাজিত থাকেন। বাংলার বোলারেরা তাঁকে আউট করে পারেননি। একটি করে উইকেট নেন কনিষ্ক শেঠ, সায়ন ঘোষ এবং করণ লাল। ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল এবং করণ লাল মিলে ১৩১ রানের জুটি গড়েন। ৮১ রান করেন অভিষেক। ৬৭ রান করেন করণ। ২৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বাংলা। তাদের বাকি চারটি ম্যাচ মধ্যপ্রদেশ (২৯ নভেম্বর), মেঘালয় (১ ডিসেম্বর), বিহার (৩ ডিসেম্বর) এবং রাজস্থানের (৫ ডিসেম্বর) বিরুদ্ধে।

মুস্তাক আলির নক আউট পর্ব শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। ফাইনাল ১৫ ডিসেম্বর। সেই পর্বে শামিকে বাংলা পাবে কি না তা এখনও নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট শুরু ১৪ ডিসেম্বর থেকে। শামিকে যদিও ভারতীয় তৃতীয় টেস্টের জন্য নিয়ে যাওয়ার কথা ভাবে, তা হলে হয়তো নক আউট পর্বে বাংলা তাঁকে পাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement