Coronavirus in West Bengal

উদ্বেগ কাটিয়ে রাজ্যে করোনা সংক্রমণে ফের কমল, সুস্থতার হারেও টানা স্বস্তি

সোমবার রাজ্যের মধ্যে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। রবিবার মারা গিয়েছিলেন ২ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২৩:২২
Share:

—গ্রাফিক: নিরূপম পাল

Advertisement

গত কয়েক দিন কিছুটা উদ্বেগ বেড়েছিল রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে। তবে সোমবার ফের স্বস্তি ফিরল। সংক্রমণ কমতির পর্বে সবচেয়ে কম সংখ্যক আক্রান্ত হলেন গত ২৪ ঘণ্টায়। তবে নমুনা পরীক্ষার সংখ্যাও কমেছে। ফলে সংক্রমণের হারে কোনও পরিবর্তন হয়নি। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের। বেড়েছে সুস্থতার হার।

সোমবার সন্ধ্যায় রাজ্যের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। এই নিয়ে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৭২ হাজার ৭২৮। রবিবার আক্রান্ত হয়েছিলেন ১৯০ জন। রাজ্যের মধ্যে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায় (৪১ জন)। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৩৫।

তবে নমুনা পরীক্ষার সংখ্যাও রবিবারের তুলনায় সোমবার অনেক কমেছে। রবিবার যেখানে ২২ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা হয়েছিল, সোমবার সেখানে টেস্ট হয়েছে ১৫ হাজার ৫৩২টি। অর্থাৎ টেস্টের সংখ্যা কমেছে সাড়ে ছ’হাজারেরও বেশি। ফলে আক্রান্তের সংখ্যা কমলেও সংক্রমণের হার অপরিবর্তিত রয়েছে। ২৪ ঘণ্টায় যত সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়, তার মধ্যে যত জনের রিপোর্ট পজিটিভ আসে তার শতকরা হারকেই বলা হয় ‘পজিটিভিটি রেট’ বা ‘সংক্রমণের হার’। সোমবারের বুলেটিন অনুযায়ী এই হার .৮৬ শতাংশ।

সুস্থতার হারে টানা স্বস্তি সোমবারও বজায় ছিল। সোমবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৯৭.৫২ শতাংশ। রবিবার এই হার ছিল ৯৭.৫০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এই নিয়ে রাজ্যে মোট কোভিডমুক্ত হয়েছেন ৫ লক্ষ ৫৮ হাজার ৫৩৫ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৬০।

সোমবার রাজ্যের মধ্যে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। রবিবার মারা গিয়েছিলেন ২ জন। এই নিয়ে রাজ্যে মোট কোভিডের বলি হলেন ১০ হাজার ২৩৩ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement